Sujit Bose Tested Corona Positive : দ্বিতীয়বার করোনা আক্রান্ত দমকলমন্ত্রী সুজিত বসু
Sujit Bose Tested Corona Positive : ২০২০-তে প্রথমবার করোনা আক্রান্ত হন সুজিত বসু।
কলকাতা : ফের রাজ্য মন্ত্রিসভায় করোনার থাবা। ডবল ডোজ ভ্যাকসিন নেওয়ার পরেও দ্বিতীয়বার করোনা আক্রান্ত দমকলমন্ত্রী সুজিত বসু। রয়েছেন হোম আইসোলেশনে। ২০২০-তে প্রথমবার করোনা আক্রান্ত হন সুজিত বসু।
ডবল ডোজ নেওয়ার পর কেউ দ্বিতীয়বার, এমনকি তৃতীয়বারও সংক্রমিত হচ্ছেন! প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও তৃণমূল নেতা বাবুল সুপ্রিয়। কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ক্রাইম মুরলীধর শর্মা। থেকে শুরু করে সিপিএম নেতা কৌস্তভ চট্টোপাধ্যায়, প্রত্যেকেই ডাবল ডোজ ভ্যাকসিন নিয়ে তৃতীয়বার করোনা আক্রান্ত হয়েছেন। আবার নিয়ম মেনে দু’বার ভ্যাকসিন নেওয়ার পরও করোনা আক্রান্ত হয়েছেন পরিচালক ও ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী ও তাঁর স্ত্রী, অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। গত বছরের এপ্রিলে, বিধানসভা ভোটের সময়, করোনার ভ্যাকসিনের দুটি ডোজ নিয়ে নিয়েছিলেন ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী! কিন্তু এর চারমাস পর, অগাস্টে তিনি প্রথমবার করোনা আক্রান্ত হন। আবার সেই চার মাসের ব্যবধানেই ফের করোনা আক্রান্ত হলেন তিনি।
রাজের স্ত্রী শুভশ্রী প্রথমবার করোনা আক্রান্ত হন এপ্রিল মাসে। এরপর গত নভেম্বরে তাঁর ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া শেষ হয়ে যায়। এর দু’মাসেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বার করোনা আক্রান্ত হলেন। মঙ্গলবার রাজ-শুভশ্রী, দু’জনেরই করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। মঙ্গলবারই ফেসবুক পোস্ট করে দ্বিতীয়বার করোনা পজিটিভ হওয়ার কথা জানিয়েছেন কবি শ্রীজাতও! এপ্রিল মাসে ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার দু’দিনের মধ্যেই করোনা আক্রান্ত হয়েছিলেন অভিনেতা কৌশিক সেনের স্ত্রী, অভিনেত্রী রেশমি সেন।
আরও পড়ুন :
বেলাগাম করোনা, বেপরোয়া মানুষ ! কলকাতা থেকে জেলা, মাস্কহীন মুখের সারি
চারমাস পর, অগাস্টে নেন দ্বিতীয় ডোজ। আরও চার মাস কাটতে না কাটতেই ফের ভাইরাস থাবা বসিয়েছে তাঁর শরীরে। করোনা আক্রান্ত হয়েছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও রুদ্রনীল ঘোষ। মঙ্গলবার কলকাতা চলচ্চিত্র উৎসবের দিনক্ষণ ঘোষণার অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন পরমব্রত!গত ২৭ ডিসেম্বর মুম্বইয়ে থাকাকালীন জ্বরে ভুগছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। সঙ্গে ছিল সর্দি-কাশি।কিন্তু করোনার RTPCR টেস্টে রিপোর্ট নেগেটিভ আসে। ৩০ তারিখ কলকাতায় ফিরে, ২ জানুয়ারি ফের পরীক্ষা করেন পরমব্রত। তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে।
করোনার ভ্যাকসিনের ডবল ডোজ নেওয়া হয়ে গিয়েছিল অভিনেতা ও বিজেপি নেতা রুদ্রনীল ঘোষেরও। কিন্তু গত কয়েকদিন ধরে অল্প জ্বরে ভুগছিলেন তিনি। পরীক্ষা করাতেই তাঁর রিপোর্টও পজিটিভ আসে। আপাতত হোম আইসোলেশনে রয়েছেন তিনি।
এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া চিকিত্সক মহলে। বিশেষজ্ঞদের একাংশ বলছেন, প্রথম থেকেই বলা হয়েছিল দুটি ভ্যাকসিনের কার্যকারিতা ৬০ থেকে ৭০ শতাংশ। তাই ভ্যাকসিন নিলেই করোনা হবে না, এই ধারনা সম্পূর্ণ ভুল!