এক্সপ্লোর
মোদি একাই কর্মসংস্থান ধ্বংস করেছেন, বেকারত্বের সমার্থক হয়ে গিয়েছেন, দাবি কংগ্রেসের

নয়াদিল্লি: দেশে বেকারত্ব বৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ করল কংগ্রেস। আজ এক সাংবাদিক বৈঠকে কংগ্রেসের প্রধান মুখপাত্র রণদীপ সূরজেওয়ালা বলেছেন, ‘মোদি একাই সবেচেয়ে বেশি কর্মসংস্থান ধ্বংস করেছেন। দেশে মোদি সরকার বেকারত্বের সমার্থক হয়ে গিয়েছে।’ দেশের আর্থিক অবস্থা নিয়েও প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ করেছেন সূরজেওয়ালা। তিনি বলেছেন, ‘দেশের আর্থিক বৃদ্ধি গত পাঁচ বছরে সবচেয়ে কম। কৃষিক্ষেত্রে আয় বৃদ্ধি ১৪ বছরের মধ্যে সর্বনিম্ন। নতুন বিনিয়োগও ১৪ বছরে সবচেয়ে কম। বেসরকারি বিনিয়োগ সাত বছরে সর্বনিম্ন। শিল্পক্ষেত্রে বৃদ্ধি গত বছরের তুলনায় ১.৭ শতাংশ কমে গিয়েছে। পারিবারিক সঞ্চয় ২০ বছরে সবচেয়ে কম। প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বৃদ্ধির হার পাঁচ বছরে সবচেয়ে কম।’ এর আগে ট্যুইট করে রিটেলে মুদ্রাস্ফীতি বৃদ্ধি নিয়েও কেন্দ্রকে আক্রমণ করেন সূরজেওয়ালা। তাঁর দাবি, নোট বাতিলের ফলে দেড় কোটি মানুষ কাজ হারিয়েছেন। ২০১৮ সালে ভারতে ১.১ কোটি মানুষ বেকার হয়ে গিয়েছেন। গ্রামীণ অঞ্চলে বেকারত্ব বৃদ্ধির হার আরও বেশি। দেশের মানুষ এই ‘অপদার্থ’ সরকার বদলে দেবেন বলেও দাবি করেছেন সূরজেওয়ালা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















