এক্সপ্লোর
Advertisement
রাতে আমরোহায় সামির বাড়িতে হাসিন, শাশুড়ির সঙ্গে ঝগড়া, হেফাজতে নিল পুলিশ
ভারতীয়দলের ক্রিকেটার মহম্মদ সামির স্ত্রী হাসিন জাহানকে হেফাজতে নিল পুলিশ। গতকাল রবিবার রাতে হাসিন উত্তরপ্রদেশের আমরোহায় সামির বাড়িতে যান।
আমরোহা: ভারতীয়দলের ক্রিকেটার মহম্মদ সামির স্ত্রী হাসিন জাহানকে হেফাজতে নিল পুলিশ। গতকাল রবিবার রাতে হাসিন উত্তরপ্রদেশের আমরোহায় সামির বাড়িতে যান। সেখানে শাশুড়ির সঙ্গে বচসা বেঁধে যায় তাঁর। এরপর সামির পরিবারের লোকজন পুলিশে খবর দেন। পুলিশ এসে হাসিনকে হেফাজতে নেয়।
অভিযোগ, হাসিন সামির গ্রাম সহসপুর আলি নগরের বাড়িতে জোর করে ঢোকেন। ওই সময় হাসিনের সঙ্গে তাঁর মেয়েও ছিল। এই ঘটনার ব্যাপারে পুলিশ বা সামির পরিবারের লোকজন কোনও কিছু জানাতে অস্বীকার করেছেন।
হাসিনকে পুলিশ জেলা হাসপাতালের প্রাইভেট ওয়ার্ডে রেখেছে। শান্তিভঙ্গের অভিযোগে পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।
হাসিন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে অভিযোগ করেছেন যে, সামির প্রভাব ও অর্থের জন্য পুলিশ তাঁর হয়রানি করছে। রাত ১২ টার সময় পুলিশ তাঁকে নিয়ে এসেছে, কিন্তু কোনও কিছু খেতে দেওয়া হয়নি বলেও অভিযোগ করেছেন হাসিন।
হাসিনের অভিযোগ, কোনও অপরাধ না করা সত্ত্বেও পুলিশ তাঁকে জোর করে হেফাজতে নিয়েছে। তাঁর ছোট্ট মেয়ে ও আয়াও সঙ্গে রয়েছে। কিন্তু কোনও কিছু খেতে দেওয়া হয়নি বলেও অভিযোগ করেছেন তিনি।
উল্লেখ্য, গত বছরের মার্চে সামির বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছিলেন হাসিন।
সামি বর্তমানে আইপিলে কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে খেলছেন। ভারতের বিশ্বকাপ স্কোয়াডেও রয়েছেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement