এক্সপ্লোর
Advertisement
রাহুল বললেন, বিএসপি-র সঙ্গে জোট না হওয়ায় মধ্যপ্রদেশে কংগ্রেসের ক্ষতি হবে না, লোকসভা ভোটে হাত মেলানোর আশা
নয়াদিল্লি: মধ্যপ্রদেশের আগামী বিধানসভা নির্বাচনে বিএসপি নেত্রী মায়াবতী কংগ্রেসের সঙ্গে জোট না করার সিদ্ধান্ত ঘোষণা করেছেন। এ ব্যাপারে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী বলেছেন, এতে কংগ্রেসের জয়ের সম্ভাবনায় কোনও প্রভাব পড়বে না। একইসঙ্গে তিনি ২০১৯-র লোকসভা নির্বাচনে বিএসপির সঙ্গে জোট হবে বলেও আশা প্রকাশ করেছেন।
কয়েকদিন আগেই মায়াবতী সাফ জানিয়ে দেন, রাজস্থান ও মধ্যপ্রদেশে বিধানসভা ভোটে বিএসপি কংগ্রেসের সঙ্গে জোট করবে না। তাঁর এই সিদ্ধান্ত বিজেপি বিরোধী মহাজোট গঠনের উদ্যোগে বড়সড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। এ ব্যাপারে রাহুল বলেছেন, মধ্যপ্রদেশের বিএসপির সঙ্গে জোট না হওয়ায় আমাদের ক্ষেত্রে কোনও নেতিবাচক প্রভাব ফেলবে বলে আমি মনে করি না।
তবে কংগ্রেস সভাপতি বলেছেন, জোট হলে আরও ভালো হত। মধ্যপ্রদেশ, ছত্তিশগঢ়, রাজস্থান ও তেলঙ্গানায় আগামী বিধানসভা নির্বাচনে কংগ্রেস বিজয়ী হবে বলে আশা প্রকাশ করেছেন রাহুল।
কংগ্রেস সভাপতি বলেছেন, রাজ্য ও কেন্দ্রীয় স্তরে জোটের ক্ষেত্রে ফারাক রয়েছে। মায়াবতীই এর ইঙ্গিত দিয়েছেন।
রাহুল বলেছেন, আমার মনে হয়, জাতীয় নির্বাচনে বিরোধী দলগুলি একসঙ্গে আসবে, বিশেষ করে উত্তরপ্রদেশে।
মায়াবতী বলেছিলেন, রাহুল ও কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সনিয়া গাঁধী জোটের পক্ষেই ছিলেন। কিন্তু কংগ্রেসের কিছু শীর্ষ নেতা জোটের সম্ভাবনা বিফল করতে সচেষ্ট ছিলেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement