Muharram 2021: শুরু হচ্ছে নতুন ইসলামী বর্ষ
Muharram 2021: মহরমের মধ্যে দিয়ে শুরু হচ্ছে ইসলামী নববর্ষ।
নয়াদিল্লি: আজ বা কাল, ১০ অগাস্ট থেকে শুরু হচ্ছে নতুন ইসলামী বর্ষ। মহরমের মধ্যে দিয়ে শুরু হচ্ছে ইসলামী নববর্ষ। নতুন হিজরি বর্ষ শেষ হবে ধুল আল-হিজাহের মধ্যে দিয়ে। আজ সন্ধেবেলা যদি চাঁদ দেখা যায়, তাহলে আজ থেকেই শুরু হবে নববর্ষ। তবে আজ যদি চাঁদ দেখা না যায়, তাহলে কাল থেকে শুরু হবে এই নতুন বছর।
ইসলাম ধর্মাবলম্বীদের কাছে মহরম শোকের মাস। কারণ, এই মাসেই ইসলামের প্রবর্তক হজরত মহম্মদের পৌত্র ও তাঁর ৭২ জন সঙ্গীকে হত্যা করা হয়। এই কারণে মহরমে শোকপালন করেন মুসলিমরা। কারবালায় হজরত ইমাম হুসেন ও তাঁর ৭২ জন বন্ধুর মৃত্যুর কথা স্মরণ করে মুসলিমরা শোকপালন করেন। হজরত ইমাম হুসেন ও হজরত ইমাম হাসানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাজিয়া বের করা হয়।
মহরমের দশম দিন হল আসুরা। এই দিন শিয়া মুসলিমরা কালো পোশাক পরেন এবং শোভাযাত্রা বের করেন। তাঁরা মানুষের কাছে ইমাম হুসেনের বার্তা পৌঁছে দেন।
শিয়া মুসলিমরা কারবালায় হজরত ইমাম হুসেন ইবন আলির মৃত্যুর ঘটনা স্মরণ করে শোকপালন করেন। কারবালা ইরাকের একটি পবিত্র তীর্থক্ষেত্র। হুসেন ইবন আলি ইয়াজিদের সেনার বিরুদ্ধে শেষপর্যন্ত লড়াই করেন। আসুরার দিনে তাঁর মৃত্যু হয়। সে কথা স্মরণ করেই মুসলিমরা শোকপালন করেন।
ইসবলামী ক্যালেন্ডারের ১২টি মাসের মধ্যে আছে মহরম, রাবি আল-আওয়াল, রাবি-উসানি, জামাদ আল-আওয়াল, জামদুশানি, রজব, শা’বান, রমজান, শাওয়াল, জিলকাদ, জিল হিজ, ধুল-কাদাহ, ধুল-হিজা। শাওয়াল মাসের শুরুর দিন ঈদ পালিত হয়। বকরি-ঈদ পালিত হয় জিল হিজ মাসের দশম দিনে। ইসলামী ক্যালেন্ডারে ৩৫৪ বা ৩৫৫ দিন থাকে।
সৌদি আরব, ইরান, ইরাক, সংযুক্ত আরব আমিরশাহি, কুয়েত, বাহরিন, ওমান, কাতার সহ সারা বিশ্বের মুসলিমরা নতুন বছর পালন করতে তৈরি। আজ না কাল থেকে নতুন বছর শুরু হবে, সেটা অবশ্য এখনও বলা যাচ্ছে না। খুব সম্ভবত কাল থেকেই শুরু হচ্ছে নববর্ষ।