এক্সপ্লোর
সম্পত্তির পরিমাণ ৪৪১ কোটি টাকারও বেশি, ঝুলছে পাঁচটি ফৌজদারি মামলা, হলফনামায় উল্লেখ মুম্বইয়ের বিজেপি সভাপতির
৬৩ বছর বয়সি এই বিজেপি নেতার হলফনামায় উল্লেখ, তাঁর ও স্ত্রীর অস্থাবর সম্পত্তির পরিমাণ ২৫২ কোটি টাকারও বেশি। স্থাবর সম্পত্তির পরিমাণ ১৮৯ কোটি টাকা।

মুম্বই: মুম্বইয়ের বিজেপি সভাপতি মঙ্গল প্রভাত লোঢার ঘোষিত সম্পত্তি ৪৪১ কোটি টাকারও বেশি। তাঁর নামে পাঁচটি ফৌজদারি মামলা রয়েছে। নির্বাচনী হলফনামায় এ কথা উল্লেখ করেছেন তিনি। মহারাষ্ট্রে আসন্ন বিধানসভা নির্বাচনে মালাবার হিল আসনে প্রার্থী হয়েছেন লোঢা। তিনি দক্ষিণ মুম্বইয়ের এই কেন্দ্র থেকে টানা পাঁচবার নির্বাচনে জিতে বিধায়ক হয়েছেন। এবার টানা ৬ বার জেতার লক্ষ্যে প্রার্থী হয়েছেন। ৬৩ বছর বয়সি এই বিজেপি নেতার হলফনামায় উল্লেখ, তাঁর ও স্ত্রীর অস্থাবর সম্পত্তির পরিমাণ ২৫২ কোটি টাকারও বেশি। স্থাবর সম্পত্তির পরিমাণ ১৮৯ কোটি টাকা। এছাড়া বিলাসবহুল গাড়ি, বন্ড ও শেয়ারে বিনিয়োগ রয়েছে মুম্বইয়ের বিজেপি সভাপতির। তাঁর পরিবারের রিয়েল এস্টেটের ব্যবসা রয়েছে। দক্ষিণ মুম্বইয়ে তাঁদের পাঁচটি অ্যাপার্টমেন্ট এবং রাজস্থানে জমি আছে। লোঢা ও তাঁর স্ত্রীর মালাবার হিল অঞ্চলে একটি বাড়ি রয়েছে। এছাড়া দক্ষিণ মু্ম্বইয়ে লোঢার স্ত্রীর নামে একটি ফ্ল্যাট ও বাণিজ্যিক সম্পত্তি রয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















