এক্সপ্লোর
Advertisement
জমানো অর্থ, উপহারসামগ্রী নিলাম করে বিভিন্ন খাতে ১০৩ কোটি টাকা দান করেছেন প্রধানমন্ত্রী
মেয়েদের শিক্ষা থেকে শুরু করে নমামী গঙ্গে প্রকল্প, বিভিন্ন খাতে টাকা দিয়েছেন তিনি।
নয়াদিল্লি: নিজের জমানো অর্থ এবং উপহার পাওয়া বিভিন্ন সামগ্রী নিলাম করে এখনও পর্যন্ত ১০৩ কোটি টাকারও বেশি দান করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মেয়েদের শিক্ষা থেকে শুরু করে নমামী গঙ্গে প্রকল্প, বিভিন্ন খাতে টাকা দিয়েছেন তিনি।
করোনা ত্রাণে গঠিত পিএম কেয়ার্স ফান্ডে ২.২৫ লক্ষ টাকা দান করেন মোদি। এরপরেই তাঁর দানের হিসেব প্রকাশ্যে এসেছে। সূত্রের খবর, গত বছর ব্যক্তিগত জমানো টাকা থেকে কুম্ভমেলার সাফাইকর্মীদের কল্যাণের জন্য গঠিত কর্পাস ফান্ডে ২১ লক্ষ টাকা দেন তিনি। এছাড়া গত বছরই দক্ষিণ কোরিয়া থেকে ‘সোল পিস প্রাইজ’ পাওয়ার পর তিনি ঘোষণা করেন, এই পুরস্কার বাবদ পাওয়া ১.৩০ কোটি টাকাই নমামী গঙ্গে প্রকল্পে দান করবেন।
এছাড়া প্রধানমন্ত্রী হিসেবে উপহার পাওয়া বিভিন্ন সামগ্রী নিলামে তোলেন তিনি। সেই নিলাম থেকে পাওয়া যায় ৩.৪০ কোটি টাকা। সেই টাকা নমামী গঙ্গে প্রকল্পে দান করেন। এছাড়া নিজের জমানো টাকা থেকে গুজরাতের সরকারী কর্মীদের মেয়েদের শিক্ষার জন্য ২১ লক্ষ টাকা দান করেন মোদি। ২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার জন্য গুজরাতের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পরেই এই টাকা দান করেন তিনি।
গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন যা যা উপহার পেয়েছিলেন, সবই নিলামে তোলেন মোদি। সেই নিলাম থেকে ৮৯.৯৬ কোটি টাকা পাওয়া যায়। মেয়েদের শিক্ষা প্রকল্প ‘কন্যা কেলাবানী ফান্ড’-এ সেই টাকা দেন তিনি। এছাড়া প্রধানমন্ত্রী হওয়ার পর ২০১৫ সাল পর্যন্ত পাওয়া উপহার সামগ্রী নিলাম করে ৮.৩৫ কোটি পান মোদি। সেই টাকাও নমামী গঙ্গে প্রকল্পে দান করেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement