এক্সপ্লোর
রেললাইনের ধারে দুই মহিলার দেহ উদ্ধারের ঘটনায় নয়া মোড়, খুনের অভিযোগ দায়ের পরিবারের
দমদম ও বেলঘরিয়া স্টেশনের মাঝে রেললাইনের ধার থেকে দুই মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ছিল, দুর্ঘটনা। কিন্তু ঘটনা অন্যদিকে মোড় নিল পরিবারের অভিযোগে।পরিবারের দাবি, খুন করা হয়েছে দুই বান্ধবীকে। ঘটনার সূত্রপাত, গত ১৪ জুলাই।

কলকাতা: দমদম ও বেলঘরিয়া স্টেশনের মাঝে রেললাইনের ধার থেকে দুই মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ছিল, দুর্ঘটনা। কিন্তু ঘটনা অন্যদিকে মোড় নিল পরিবারের অভিযোগে।
পরিবারের দাবি, খুন করা হয়েছে দুই বান্ধবীকে। ঘটনার সূত্রপাত, গত ১৪ জুলাই।
দমদম ও বেলঘরিয়া স্টেশনের মাঝে রেললাইনের ধারে উদ্ধার হয় দুই মহিলার মৃতদেহ।দমদম জিআরপি সূত্রে খবর, তদন্তে নেমে জানা যায়, মৃতদের নাম সোনালি সর্দার ও তুলসি হালদার। দুজনেরই বয়স ৩২।বাড়ি টালা থানা এলাকার বেলগাছিয়া রোডে।দুই মহিলা একে অপরের বান্ধবী।
প্রথমে দুর্ঘটনা বলেই ভেবেছিল রেল পুলিশ। কিনতু ঘটনা অন্যদিকে মোড় নেয় সোমবার। সোনালির দাদা কার্তিক মণ্ডলের দাবি, তাঁর বোন বাবাই মণ্ডল ওরফে বাপ্পা নামে এক যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে। সম্প্রতি বাপ্পাকে বেশ কিছু টাকা ও গয়না দেয় সোনালি। কিন্তু পরে সেই টাকা ও গয়না ফেরত চাইলে বিবাদ শুরু হয়।
সোনালির পরিবার সূত্রে আরও দাবি করা হয়েছে, ঘটনার দিন সোনালির সঙ্গে তুলসি থাকায়, প্রমাণ লোপাটে তাঁকেও খুন করা হয়।
দমদম জিআরপির ওসি অর্ণব দত্ত জানিয়েছেন, অভিযোগ পেয়েই তদন্ত শুরু করেছে রেল পুলিশ। অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি চলছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
শিক্ষা
খবর
অপরাধ
খুঁটিনাটি
Advertisement
