Agniveer Recruitment 2025: দশম-দ্বাদশ পাশেই ভারতীয় সেনায় যোগ দেওয়ার সুযোগ ! অগ্নিবীর নিয়োগের আবেদন শুরু
Indian Army Recruitment: এই নিয়োগের অধীনে বিভিন্ন পদে লোক নেওয়া হবে। এর মধ্যে রয়েছে অগ্নিবীর জেনারেল ডিউটি, অগ্নিবীর ক্লার্ক বা স্টোরকিপার, অগ্নিবীর ট্রেডসম্যান, সৈনিক টেকনিক্যাল নার্সিং ইত্যাদি।

Recruitment News: ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিতে চায় এমন উৎসাহী ছেলে-মেয়ে ভারতে প্রচুর রয়েছে। তাদের জন্য বড় খবর, বলা ভাল সুবর্ণ সুযোগ। ভারতীয় সেনাবাহিনীতে অগ্নিবীর নিয়োগ (Recruitment News) শুরু হয়েছে ২০২৫-এর জন্য। ইতিমধ্যেই এই নিয়োগের (Agniveer Recruitment) জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে গতকাল ১২ মার্চ থেকে। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ এপ্রিলের মধ্যে এই আবেদন করে নিতে পারবেন অগ্নিবীর নিয়োগের জন্য।
এই নিয়োগের অধীনে বিভিন্ন পদে লোক নেওয়া হবে। এর মধ্যে রয়েছে অগ্নিবীর জেনারেল ডিউটি, অগ্নিবীর ক্লার্ক বা স্টোরকিপার, অগ্নিবীর ট্রেডসম্যান, সৈনিক টেকনিক্যাল নার্সিং ইত্যাদি। এই নিয়োগের জন্য একটি লিখিত পরীক্ষাও দিতে হবে আগ্রহী প্রার্থীদের যা আয়োজিত হবে এই বছর জুন মাসে। তবে এখনও স্পষ্ট করে কোনও তারিখ জানানো হয়নি। এর জন্য প্রার্থীদের নজর রাখতে হবে www.joinindianarmy.nic.in ওয়েবসাইটে।
কারা করতে পারবেন আবেদন
অগ্নিবীর জেনারেল ডিউটি পদের জন্য প্রার্থীকে ৪৫ শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। যদি কোনও প্রার্থীর লাইট মোটর ভেহিকলের লাইসেন্স থেকে থাকে, তাহলে তাঁকে ড্রাইভারের পদের জন্য প্রাধান্য দেওয়া হবে। অগ্নিবীর টেকনিক্যাল পদের জন্য দ্বাদশ শ্রেণিতে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেয়ে পাশ করতে হবে। তবে দ্বাদশে অবশ্যই প্রার্থীর পাঠক্রমে পদার্থবিদ্যা, রসায়ন, গণিত এবং ইংরেজি বিষয় থাকতে হবে বাধ্যতামূলক বিষয় হিসেবে।
আবেদনের ফি কত
এই নিয়োগের জন্য সমস্ত ক্যাটাগরির প্রার্থীদের ২৫০ টাকা দিতে হবে আবেদনের ফি হিসেবে। এই ফি জমা করতে হবে অনলাইন মোডে।
কী কী নথি লাগবে
দশম এবং দ্বাদশের মার্কশিট, সার্টিফিকেট, স্ক্যান করা স্বাক্ষর, পাসপোর্ট সাইজের ছবি, কাস্ট সার্টিফিকেট ইত্যাদি নথি প্রয়োজন হবে অগ্নিবীর নিয়োগের আবেদনের সময়।
কীভাবে করবেন আবেদন
ভারতীয় সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই অগ্নিবীর নিয়োগের জন্য আবেদন করতে হবে আপনাকে। নির্দিষ্ট নথি আপলোড করে, ফর্ম পূরণ করে আবেদন সম্পূর্ণ করতে হবে। ১০ এপ্রিলের পরে কোনও আবেদন গ্রাহ্য হবে না।
অন্যান্য নিয়োগ
বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ হেড কনস্টেবল মিনিস্টেরিয়াল এবং অ্যাসিসট্যান্ট সাব-ইন্সপেক্টর স্টেনো নিয়োগ করতে চলেছে। এই দুই পদে চাকরির জন্য আবেদনকারীদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট দিতে হবে।
Education Loan Information:
Calculate Education Loan EMI
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
