এক্সপ্লোর
Advertisement
পাকিস্তানে লস্কর জঙ্গিদের সঙ্গে যোগ? তানিয়া পারভিনের বিরুদ্ধে ৭৫০ পৃষ্ঠার চার্জশিট
এ বছরের মার্চে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া থেকে গ্রেফতার হয় তানিয়া।
আবীর দত্ত, কলকাতা: জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈবার সঙ্গে যোগ থাকার অভিযোগে গ্রেফতার হওয়া জঙ্গি তানিয়া পারভিনের বিরুদ্ধে চার্জশিট দিল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। আজ বিশেষ আদালতে ৭৫০ পাতার চার্জশিট জমা দিয়েছে এনআইএ। তানিয়ার বিরুদ্ধে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাকিস্তানি জঙ্গিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে লস্করের হয়ে জঙ্গি কার্যকলাপ চালানো, লস্কর জঙ্গিদের সাহায্য করা, কাশ্মীরের লস্কর জঙ্গি আলতাফ আহমেদের সঙ্গে যোগ থাকার অভিযোগ আনা হয়েছে। এছাড়া পাকিস্তান, বাংলাদেশ, রাশিয়ার জঙ্গিদের সঙ্গেও তানিয়ার যোগাযোগ ছিল বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে।
এ বছরের মার্চে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া থেকে গ্রেফতার হয় তানিয়া। তার বিরুদ্ধে ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেনাবাহিনীর জওয়ানদের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে তাঁদের ফাঁদে ফেলে গোপন তথ্য জেনে নেওয়ার চেষ্টা করারও অভিযোগ রয়েছে। তার সঙ্গে পাক জঙ্গিদের সরাসরি যোগাযোগ ছিল বলে দাবি এসটিএফ-এর। সে ডার্ক ওয়েবের মাধ্যমে পাকিস্তানে লস্কর জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রাখত বলেও অভিযোগ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
Advertisement