এক্সপ্লোর
এসব সহ্য করব না, গডসেকে ‘দেশপ্রেমিক’ বলায় প্রজ্ঞাকে বহিষ্কারের কথা ভেবে দেখুক বিজেপি, বললেন নীতীশ
বিজেপির কি প্রজ্ঞাকে তাঁর বিতর্কিত মন্তব্যের জন্য বহিষ্কার করা উচিত, জানতে চাওয়া হলে নীতীশ বলেন, অবশ্যই এটা বিবেচনা করা উচিত। যদিও একইসঙ্গে নীতীশের সংযোজন, এটা বিজেপির ঘরোয়া ব্যাপার, কিন্তু দেশ বা মতাদর্শের কথা ভাবলে এ ধরনের ব্যাপার মেনে নেওয়ার প্রশ্নই ওঠে না।
![এসব সহ্য করব না, গডসেকে ‘দেশপ্রেমিক’ বলায় প্রজ্ঞাকে বহিষ্কারের কথা ভেবে দেখুক বিজেপি, বললেন নীতীশ Nitish condemns Pragya Thakur's remark on Godse, favours her expulsion from BJP এসব সহ্য করব না, গডসেকে ‘দেশপ্রেমিক’ বলায় প্রজ্ঞাকে বহিষ্কারের কথা ভেবে দেখুক বিজেপি, বললেন নীতীশ](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/05/19091355/nitish.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
পটনা: নাথুরাম গডসেকে ‘দেশপ্রেমিক’ বলায় প্রজ্ঞা সিংহ ঠাকুরের তীব্র নিন্দা করে বিজেপি থেকে পরোক্ষে তাঁর বহিষ্কারের দাবি নীতীশ কুমারের। মহাত্মা গাঁধীর হত্যাকারীর প্রশংসায় ভোপাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর সাম্প্রতিক বিতর্কের মন্তব্যের প্রতিক্রিয়ায় কেন্দ্রের শাসক দল বিজেপির জোটসঙ্গী জেডি (ইউ) এর সভাপতি জানিয়ে দিয়েছেন, তাঁর দল এমন ব্যাপার সহ্য করবে না। বিহারের মুখ্যমন্ত্রীর বক্তব্য, এটা অত্যন্ত নিন্দনীয়। আমরা এসব (গডসেকে প্রজ্ঞার দেশপ্রেমিক বলা) মানব না। বাপু জাতির জনক। কেউ গডসে সম্পর্কে এমন কথা বললে দেশবাসী পছন্দ করবে না।
নিজের বুথে ভোটদানের পর সাংবাদিকদের সামনে এই অভিমত জানান তিনি। নীতীশ যেখানে ভোট দিয়েছেন, সেটি পটনা সাহিব লোকসভা কেন্দ্রের অন্তর্গত। সেখানে লড়াই কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপির রবিশঙ্কর প্রসাদ ও কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহার।
বিজেপির কি প্রজ্ঞাকে তাঁর বিতর্কিত মন্তব্যের জন্য বহিষ্কার করা উচিত, জানতে চাওয়া হলে নীতীশ বলেন, অবশ্যই এটা বিবেচনা করা উচিত। যদিও একইসঙ্গে নীতীশের সংযোজন, এটা বিজেপির ঘরোয়া ব্যাপার, কিন্তু দেশ বা মতাদর্শের কথা ভাবলে এ ধরনের ব্যাপার মেনে নেওয়ার প্রশ্নই ওঠে না।
নীতীশ বলেন, তিনি পরিষ্কার বলেছেন যে, যিনি এমন মন্তব্য করেছেন, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বা প্রতিক্রিয়া দেওয়া, পুরোটাই সংশ্লিষ্ট দলের এক্তিয়ারে পড়ে। অন্য একটি প্রশ্নের উত্তরে নীতীশ দাবি করেন, তিনি অপরাধ, দুর্নীতি ও সাম্প্রদায়িকতার প্রশ্নে কখনও আপস করেননি।
প্রজ্ঞা সম্প্রতি মধ্যপ্রদেশে রোড শোয়ের মধ্যে নাথুরাম গডসের প্রশংসা করে বলেন, নাথুরাম গডসেজি দেশপ্রেমিক ছিলেন, আছেন, থাকবেন। যারা তাঁকে সন্ত্রাসবাদী বলে, তাদের নিজেদের দিকে তাকানো উচিত। এই নির্বাচনে উপযুক্ত জবাব পাবে তারা।
বিতর্ক, নিন্দার ঝড় ওঠায় শেষ পর্যন্ত দলের তিরস্কারের পর ক্ষমা চান প্রজ্ঞা। গত ১৭ মে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়ে দেন, তাঁর হত্যাকারীকে ‘আসল দেশপ্রেমিক’ বলে মহাত্মা গাঁধীকে অপমান করায় তিনি কখনও প্রজ্ঞাকে ক্ষমা করবেন না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)