এক্সপ্লোর
Advertisement
কর্নাটকে জোটের অস্বস্তি বাড়িয়ে দেবগৌড়া বললেন, মধ্যবর্তী নির্বাচন হবে,পরে সাফাই মুখ্যমন্ত্রীর
কর্নাটকে শাসক জোটের মধ্যে ক্রমবর্দ্ধমান টানাপোড়েনের ইঙ্গিত দিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী তথা জেডি(এস) প্রধান এইচডি দেবগৌড়া বললেন যে, রাজ্য বিধানসভার অন্তর্বর্তী নির্বাচনের ব্যাপারে কোনও সন্দেহের অবকাশই নেই। যদিও এই মন্তব্যের সাফাই দিয়ে মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী বলেছেন, দেবগৌড়া আসলে বিধানসভা নয়, স্থানীয় সংস্থাগুলির ভোটের কথা বলেছেন।
বেঙ্গালুরু: কর্নাটকে শাসক জোটের মধ্যে ক্রমবর্দ্ধমান টানাপোড়েনের ইঙ্গিত দিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী তথা জেডি(এস) প্রধান এইচডি দেবগৌড়া বললেন যে, রাজ্য বিধানসভার অন্তর্বর্তী নির্বাচনের ব্যাপারে কোনও সন্দেহের অবকাশই নেই। যদিও এই মন্তব্যের সাফাই দিয়ে মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী বলেছেন, দেবগৌড়া আসলে বিধানসভা নয়, স্থানীয় সংস্থাগুলির ভোটের কথা বলেছেন।
যদিও কুমারস্বামী এই ব্যাখ্যা দিলেও কর্নাটকে জোট সরকারের দুই শরিক জেডি(এস) ও কংগ্রেসের মধ্যে টানাপোড়েনের খবর নতুন কিছু নয়।
দেবগৌড়া এদিন বলেন, জোট সরকারের মেয়াদ আর কতদিন তা তিনি জানেন না। পুরো বিষয়টিই নির্ভর করছে বড় জোট শরিকের ওপর।
তিনি বলেছেন, মধ্যবর্তী নির্বাচন যে হবেই, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। ওরা (কংগ্রেস) আমাদের পাঁচ বছর সমর্থন দেবে বলেছিল। আমি ঘটনাক্রম ও ওদের আচরণ লক্ষ্য করছি। আমাদের লোকজন যথেষ্ট বুদ্ধিমান। আমাদের তাদের কিছু শিক্ষা দেওয়ার নেই।
জোটের ফলে দলের ক্ষতি হচ্ছে এবং সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনেই তা স্পষ্ট হয়ে গিয়েছে বলে কংগ্রেসের পরিষদীয় নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া দলীয় সভাপতি রাহুল গাঁধীকে জানিয়েছেন বলে খবর জানা গিয়েছিল। ওই খবর নিয়ে জল্পনার মধ্যেই তোপ দাগলেন দেবগৌড়া।
লোকসভা নির্বাচনে কর্নাটকের ২৮ আসনের মধ্যে বিজেপি ২৫ আসনে জয়ী হয়। কংগ্রেস ও জেডি(এস) একটি করে আসন পায়। একটি আসনে জয়ী হয় বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী।
দেবগৌড়া বলেছেনস দলের নেতাদের সঙ্গে বৈঠক করে তিনি দলকে শক্তিশালী করে তোলার কাজ শুরু করেছেন। তিনি বলেন, আমি জানি না এই সরকার কতদিন চলবে। এটা কুমারস্বামী নয়, কংগ্রেসের ওপর নির্ভর করছে।
দেবগৌড়া মনে করিয়ে দিয়েছেন, কুমারস্বামীকে মুখ্যমন্ত্রী করে সরকার গঠনের জন্য কংগ্রেস জেডি(এস)-এর দ্বারস্থ হয়েছিল।
টুমকুর লোকসভা আসনে হেরে গিয়েছেন দেবগৌড়া। এজন্য তাঁকে কীভাবে দোষারোপ করা হয়েছে, সে কথাও বলেছেন তিনি।
জেডি(এস) নেতা বলেছেন, কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতায় আমরা আটটি আসন পেয়েছিলাম। আমি রাহুল গাঁধীকে বলেছিলাম যে, যদি আপনারা কোনও নির্দিষ্ট আসন না চান, তাহলে যে আসনে আপনারা হেরেছিলেন, তা আমাদের দিন। আমি কি টুমকুরের কথা বলেছিলাম?, না, সিদ্দারামাইয়া আমাকে বলেছিলেন। এখন তাঁরা প্রকাশ্যে বলেছেন যে, মহীশুর ও টুমকুরের হারের জন্য আমি দায়ী।
জোটের মধ্যে দেবগৌড়া এভাবে বিপদঘন্টি বাজিয়ে দেওয়ার পর পরিস্থিতি মোকাবিলায় নেমেছেন কুমারস্বামী। তিনি দাবি করেছেন, তার সরকার নিরাপদ। তাঁর দাবি, তাঁর বাবার বক্তব্য বুঝতে ভুল হয়েছে। মুখ্যমন্ত্রী বলেছেন, প্রাক্তন প্রধানমন্ত্রীর বক্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে। রাজ্য মধ্যবর্তী বিধানসভা নির্বাচন হচ্ছে না। তিনি ২০১৮-তে সরকার কীভাবে গঠন হয়েছিল, সে কথা জানিয়েছেন। তিনি লোকজনকে স্থানীয় সংস্থাগুলির নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে বলেছেন। রাজ্য সরকার আগামী চার বছরই চলবে এবং উন্নয়নের কাজ করবে।
একইসঙ্গে সরকার ভুল সংশোধনের কাজও করবে বলে কুমারস্বামী জানিয়েছেন।
দেবগৌড়ার মন্তব্যের প্রতিক্রিয়ায় বিজেপি রাজ্য সভাপতি বিএস ইয়েদুরাপ্পা বলেছেন, মধ্যবর্তী নির্বাচনের প্রয়োজন নেই। মানুষ তা পছন্দ করবেন না। বিজেপি তা হতে দেবে না। দরকার হলে বিজেপি সরকার গঠন করবে।
উপমুখ্যমন্ত্রী জি পরমেশ্বর বলেছেন, দেবগৌড়া কী বলেছেন, তা তাঁর জানা নেই। কিন্তু সরকার চলবে বলে তিনি দাবি করেছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement