এক্সপ্লোর
Advertisement
রাজনীতিতে যোগ দেওয়ার ক্ষেত্রে কোনও তাড়া নেই, জল্পনা খারিজ করে জানালেন রবার্ট বঢরা
নয়াদিল্লি: ‘মানুষের সেবায় বৃহত্তর ভূমিকা’র কথা বলে রাজনীতিতে যোগদানের জল্পনা গতকাল উস্কে দিয়েছিলেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গাঁধীর স্বামী রবার্ট বঢরা। কিন্তু সেই জল্পনায় ইতি টেনে আজ বলেছেন, রাজনীতির আঙিনায় পা রাখা নিয়ে তাঁর কোনও তাড়া নেই।
উত্তরপ্রদেশের মোরাদাবাদে রবার্ট বঢরাকে প্রার্থী হিসেবে স্বাগত জানিয়ে আজ পোস্টার দেওয়া হয়েছে। এই শহরেরই বাসিন্দা রবার্ট। এরইমধ্যে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর বোন প্রিয়ঙ্কার স্বামী জানালেন, ‘ভিত্তিহীন অভিযোগ থেকে আমাকে মুক্ত হতে হবে । আর তা নিয়ে কাজ শুরু করেছি। কোনও তাড়া নেই। মানুষকে বোঝানোর প্রয়োজন রয়েছে যে, আমি বদল ঘটাতে পারি’।
সক্রিয় রাজনীতিতে যোগদান নিয়ে প্রশ্নের উত্তরে এ কথা বলেছেন রবার্ট।
গতকাল রবিবার ফেসবুক পোস্টে রবার্ট ঘোষণা করেছিলেন যে, তাঁর বিরুদ্ধে চলতি মামলাগুলির পর ‘মানুষের সেবায় বৃহত্তর ভূমিকা’ নিতে পারেন। এই ঘোষণায় তাঁর রাজনীতিতে যোগদানের জল্পনা তৈরি হয়েছিল।
বিদেশে সম্পত্তি ক্রয়ের অভিযোগ এবং বিকানেরে জমি কেলেঙ্কারির অভিযোগে আর্থিক তছরুপ মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) রবার্টের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে।
এই সংক্রান্ত একটি মামলায় দিল্লির একটি আদালত রবার্টকে ইডি-র জিজ্ঞাসাবাদে স্থগিতাদেশ দিতে অস্বীকার করেছে। আদালত রবার্টকে মঙ্গলবার ইডি-র তদন্তে যোগ দিতে বলেছে। একইসঙ্গে গত বছর রবার্টের বিভিন্ন অফিসে হানা দিয়ে প্রাপ্ত নথির হার্ড কপি পাঁচদিনের মধ্যে সরবরাহ করতে সংস্থাকে নির্দেশ দিয়েছে।
ইডি-র তদন্তে স্থগিতাদেশ সংক্রান্ত রবার্টের আর্জি নিয়ে পরবর্তী শুনানি হবে ২ মার্চ।
রবার্ট তাঁর আবেদনে বলেন, বাজেয়াপ্ত নথিপত্রের ভিত্তিতে ইডি তাঁর বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে। তাই ওই নথির প্রতিলিপিগুলি তাঁকে দিতে হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement