এক্সপ্লোর
Advertisement
মাল্যর দাবির পর যশবন্তের ট্যুইট, একা জেটলি নন, গোটা বিজেপি নেতৃত্ব লিকার ব্যারনের সঙ্গে সম্পর্ক কী, স্পষ্ট করুন
নয়াদিল্লি: জালিয়াতি, প্রায় ৯০০০ কোটি টাকা সরকারি ব্যাঙ্কঋণ ফাঁকি দেওয়ায় অভিযুক্ত ভারত ছেড়ে চলে যাওয়া বিজয় মাল্যের বিস্ফোরক দাবির পর প্রাক্তন বিজেপি নেতা যশবন্ত সিনহা বললেন, শুধু অরুণ জেটলি নন, গোটা বিজেপি নেতৃত্বের লিকার ব্যারন মাল্যের সঙ্গে সম্পর্ক রাখার ব্যাপারে নিজেদের কলুষমুক্ত প্রমাণ করতে হবে। প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্রীn যশবন্ত ট্যুইট করেছেন, অর্থমন্ত্রী একা নন, পুরো বিজেপিকে বিজয় মাল্যের সঙ্গে তাদের কী সম্পর্ক, স্পষ্ট করতে হবে। বরাবরই জেটলি, তাঁর অর্থমন্ত্রক চালানোর ধরনের সমালোচক যশবন্ত।
Not only the finance minister, the entire BJP must come clean on its relations with Vijay Mallya.
— Yashwant Sinha (@YashwantSinha) September 12, 2018
আজই মাল্য লন্ডনে বোমা ফাটিয়ে জানিয়েছেন, গত বছর ভারত ছাড়ার আগে তিনি দেখা করেছিলেন সে সময়কার কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে, প্রবল আলোড়ন চলছে যা ঘিরে।
ঘটনাচক্রে যে সময়ের কথা মাল্য বলছেন, তখন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ছিলেন অরুণ জেটলি।
৬২ বছরের প্রাক্তন কিংফিশার এয়ারলাইন্স কর্ণধার লন্ডনে আজ ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেটের এজলাসে হাজির হন। জালিয়াতি, অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগে তাঁকে বিচারের মুখে দাঁড় করাতে ভারতে প্রত্যর্পণের মামলার শুনানি ছিল। তাঁকে কি দেশ ছাড়তে বলে আগেভাগে সাবধান করে দেওয়া হয়েছিল, প্রশ্ন করা হলে মাল্য জবাব দেন, জেনিভায় নির্ধারিত বৈঠক ছিল বলে ভারত ছাড়ি। তার আগে অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করে ব্যাঙ্কের সঙ্গে আপস রফা করে নেওয়ার প্রস্তাব ফের দিই। এটাই সত্য।
জেটলি অবশ্য তাঁর দাবি নাকচ করেছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
বিজ্ঞান
Advertisement