বালাকোটে কত জঙ্গি খতম? আজ বা কাল সামনে আসবেই, তবে কংগ্রেস চাইলে পাকিস্তানে গিয়ে গুণতে পারে: রাজনাথ
ধুবরি(অসম): পাকিস্তানের বালাকোটে ভারতীয় বায়ুসেনার এয়ার-স্ট্রাইকে ঠিক কতজন জঙ্গি খতম হয়েছে, সেই বিতর্কে মুখ খুললেন রাজনাথ সিংহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, আজ নয় তো কাল-- এই তথ্য প্রকাশ্যে আসবেই। রাজনাথ দাবি করেন, যে জায়গায় বোমা নিক্ষেপ করেছিল ভারতীয় বায়ুসেনার মিরাজ যুদ্ধবিমান, ঠিক সেই মুহূর্তের কিছুক্ষণ আগেই ওখানে প্রায় ৩০০ মোবাইল ফোনের অ্যাক্টিভ সিগনাল পেয়েছিল ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন (এনটিআরও)। বলেন, এনটিআরও হল একটি বিশ্বাসযোগ্য প্রযুক্তি। তারা জানিয়েছে, সেখানে প্রায় ৩০০ মোবাইল ফোনের অ্যাক্টিভ সিগনাল ছিল। এয়ার-স্ট্রাইকের রাজনীতিকরণ করার জন্য বিরোধীদের দিকে অভিযোগের আঙুল তোলেন রাজনাথ। কংগ্রেসকে কটাক্ষ করে তিনি জানান, চাইলে কংগ্রেস পাকিস্তানে গিয়ে দেহ গুণে আসুক। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজ বা কাল, সংখ্যা জানা যাবেই। এয়ার-স্ট্রাইকে কতজন জঙ্গি খতম হয়েছে সেই নিয়ে প্রশ্ন তুলছেন কয়েকটি রাজনৈতিক দলের নেতারা। পাকিস্তান ও সেদেশের নেতৃত্ব জানে কতজন মারা গিয়েছে। বায়ুসেনা কি দেহ গুণতে সেখানে যাবে? রাজনাথের কটাক্ষ, যে মোবাইন সিগন্যাল পাওয়া গিয়েছিল, সেগুলি কি তাহলে গাছগুলি ব্যবহার করছিল? রাজনাথের মতে, শুধুমাত্র সরকার গঠন করার জন্য রাজনীতি করা উচিত নয়। দেশ গড়ার জন্যও রাজনীতি প্রয়োজন। তিনি বলেন, যদি কংগ্রেস মনে করে থাকে নিহত জঙ্গিদের সংখ্যা তাদের জানা জরুরি, তাহলে তারা পাকিস্তানে গিয়ে গুণে আসতে পারে।