National Voters' Day: জাতীয় ভোটার দিবসে ‘এক দেশ, এক নির্বাচন’-এর পক্ষে সওয়াল মোদির
Prime Minister Narendra Modi: আজ জাতীয় ভোটার দিবসে নমো অ্যাপের মাধ্যমে পাঁচ লক্ষ বিজেপি নেতা-কর্মীর সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নির্বাচন কমিশনের প্রশংসা করেন।
নয়াদিল্লি: জাতীয় ভোটার দিবসে নির্বাচন কমিশনের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি, ‘এক দেশ, এক ভোটার লিস্ট’ এবং ‘এক দেশ, এক ভোট’-এর পক্ষেও সওয়াল করেন প্রধানমন্ত্রী।
আজ ‘নমো’ অ্যাপের মাধ্যমে পাঁচ লক্ষেরও বেশি বিজেপি কর্মীর সঙ্গে কথা বলেন মোদি। পাঁচ রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের পাশাপাশি গুজরাতের নির্বাচনেরও জন্যও দলীয় নেতা-কর্মীদের প্রস্ততি নিতে বলেন তিনি। এরই সঙ্গে মোদি বলেন, ‘ভারত এমন একটি দেশ, যেখানে নির্বাচন কমিশন নোটিস পাঠাতে পারে, আধিকারিকদের বদলিও করতে পারে। আমাদের নির্বাচন কমিশন এবং নির্বাচনী ব্যবস্থা অনেক দেশের কাছেই অনুকরণযোগ্য। দলীয় কর্মীদের বলব, নিজেদের জেলা ও অঞ্চলে ভোটদানের বিষয়ে সচেতনতা গড়ে তুলুন। এখন দেখা যাচ্ছে, তরুণরা ভোট দিয়ে কালি লাগানো আঙুলের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করছেন। এই প্রবণতা প্রশংসনীয়। এর ফলে ভোটদানের হার বেড়েছে। নির্বাচন কমিশনের নতুন ভোটার রেজিস্ট্রেশন প্রক্রিয়ার ফলে এক বছরে চারবার ভোটার তালিকায় নাম তোলা বা সংশোধন করার সুযোগ পাওয়া যাচ্ছে। নির্বাচন কমিশনের সিভিজিল আবেদন প্রক্রিয়ার ফলে ভোটারদের সমস্যার সমাধান করা যাচ্ছে।’
প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘স্বচ্ছতা বজায় রাখার জন্য ভোটার আইডি-র সঙ্গে আধার সংযুক্তিকরণ করে নেওয়া উচিত সবারই। এক দেশ, এক ভোটার লিস্ট এবং এক দেশ, এক নির্বাচন নিয়ে আলোচনা হওয়া উচিত। নির্বাচনী ব্যবস্থার উন্নতির জন্যই আলোচনা করা উচিত।’
প্রধানমন্ত্রী বেশ কিছুদিন ধরেই ‘এক দেশ, এক ভোট’-এর পক্ষে সওয়াল করে আসছেন। কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলি এবং দেশের সব রাজ্য সরকার একমত না হওয়ায় এখনও এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। তবে আজ ফের এই প্রসঙ্গ উত্থাপন করলেন প্রধানমন্ত্রী। পঞ্জাব, উত্তরপ্রদেশ, মণিপুর, গোয়া, উত্তরাখণ্ডে বিধানসভা নির্বাচন আর কিছুদিন পরেই। এ বছরই আবার গুজরাতে বিধানসভা নির্বাচন। তার জন্য আজ দলীয় নেতা-কর্মীদের তৈরি হতেও বললেন মোদি।