মহড়ার সময় মাঝ-আকাশে সংঘর্ষ, ভেঙে পড়ল বায়ুসেনার ২টি ‘সূর্যকিরণ’ বিমান, নিহত ১ পাইলট
বেঙ্গালুরু: মাঝআকাশে মহড়া চলাকালীন দুর্ঘটনার কবলে বায়ুসেনার দুটি বিমান। নিহত ১ পাইলট। মুখোমুখি সংঘর্ষের ফলে, ভেঙে পড়ল সুর্যকিরণ অ্যাক্রোব্যাটিক টিমের দুটি বিমান। আগামীকাল থেকে বেঙ্গালুরুতে শুরু হচ্ছে পাঁচদিন ব্যাপী এরো ইন্ডিয়া শো। তার জন্য এদিন চলছিল মহড়া। সেই সময় দুর্ঘটনাটি ঘটে। বায়ুসেনা সূত্রে জানা গিয়েছে, দুটি বিএই হক ১৩২ বিমান এদিন নিয়মমাফিক মহড়ার জন্য ওড়ে। সকাল ১১টা ৫০ নাগাদ দুটি বিমানের মধ্যে মাঝ-আকাশে ধাক্কা লাগে। বিস্ফোরণের পর দুটিই ভেঙে পরে মাটিতে। বেঙ্গালুরু দমকল বাহিনীর ডিজি এম এন রেড্ডি জানান, তিনজন পাইলট ছিলেন। তিনজনই প্যারাশ্যুটের মাধ্যমে লাফ দেন। কিন্তু, একজন মারা গিয়েছেন। ২ জন আহত হয়েছেন। এর পাশাপাশি, একজন সাধারণ নাগরিকও আহত হয়েছেন। এর আগে, গত ১ ফেব্রুয়ারি, বেঙ্গালুরুর হ্যাল বিমানবন্দরে টেক-অফের সময় বায়ু,সেনার একটি মিরাজ-২০০০ বিমান ভেঙে পড়লে দুই অফিসার মারা যান।