এক্সপ্লোর
Advertisement
এবিপি আনন্দ-সি ভোটার সমীক্ষায় ইঙ্গিত, মধ্যপ্রদেশ, ছত্তিসগঢ়, রাজস্থানে সরকার গড়ছে কংগ্রেস
নয়াদিল্লি: গতকাল নির্বাচন কমিশন মধ্যপ্রদেশ, ছত্তিসগঢ়, রাজস্থান, তেলঙ্গানা ও মিজোরামে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করেছে। ফলে এই পাঁচটি রাজ্যে নির্বাচনী দামামা বেজে গিয়েছে। এর মধ্যে এবিপি আনন্দ-সি ভোটার সমীক্ষায় কংগ্রেসের পক্ষে ভাল খবর। সমীক্ষা অনুযায়ী, বিজেপি-কে সরিয়ে মধ্যপ্রদেশ, ছত্তিসগঢ় ও রাজস্থানে সরকার গড়তে চলেছে কংগ্রেস। এই সমীক্ষার ফল যদি মিলে যায়, তাহলে আগামী বছরের লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস শিবিরের আত্মবিশ্বাস বেড়ে যাবে। যদিও সমীক্ষা অনুযায়ী, এই তিনটি রাজ্যেই লোকসভা নির্বাচনে কংগ্রেসকে টেক্কা দিয়ে ভোট শতাংশের হারে এগিয়ে থাকতে পারে বিজেপি।
মধ্যপ্রদেশ ও মিজোরামে ২৮ নভেম্বর ভোটগ্রহণ। ছত্তিসগঢ়ে দু’দফায় ভোটগ্রহণ ১২ ও ২০ নভেম্বর। রাজস্থান ও তেলঙ্গানায় ৭ ডিসেম্বর ভোটগ্রহণ। পাঁচটি রাজ্যেই ফল ঘোষণা হবে ১১ ডিসেম্বর। ভোটের দিন ঘোষণার আগে গত মাসেই ছত্তিসগঢ়, মধ্যপ্রদেশ ও রাজস্থানে এবিপি আনন্দ-সি ভোটারের পক্ষ থেকে জনমত সমীক্ষা চালানো হয়েছে। ১ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে ছত্তিসগঢ়ে ১১টি লোকসভা ও ৯০টি বিধানসভা কেন্দ্রের ৯,৯০৬ জন ভোটারের মতামত নেওয়া হয়েছে। রাজস্থানের ২৫টি লোকসভা ও ২০০টি বিধানসভা কেন্দ্রের ৭,৭৯৭ জন ভোটারের মতামত নেওয়া হয়েছে। মধ্যপ্রদেশের ২৯টি লোকসভা ও ২৩০টি বিধানসভা কেন্দ্রের ভোটারদের মতামত নেওয়া হয়েছে। সমীক্ষায় সম্ভাব্য ফল কী উঠে এসেছে দেখুন-
মধ্যপ্রদেশে বিধানসভার মোট আসন ২৩০। এর মধ্যে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে কংগ্রেস পেতে পারে ১২২টি আসন ও ৪২.২ শতাংশ ভোট। দ্বিতীয় স্থানে থাকা বিজেপি পেতে পারে ১০৮টি আসন ও ৪১.৫ শতাংশ ভোট। অন্যান্য দলগুলির কোনও আসন পাওয়ার সম্ভাবনা না থাকলেও, তাদের ঝুলিতে যেতে পারে ১৬.৪ শতাংশ ভোট।
মধ্যপ্রদেশে লোকসভা আসন ২৯টি। এর মধ্যে বিজেপি পেতে পারে ৪৯ শতাংশ ভোট। কংগ্রেস পেতে পারে ৪২ শতাংশ ভোট। অন্য দলগুলি পেতে পারে ৯ শতাংশ ভোট।
ছত্তিসগঢ়ে মোট বিধানসভা আসন ৯০টি। কংগ্রেস ৪৭টি আসন ও ৩৮.৯ শতাংশ ভোট পেতে পারে। বিজেপি পেতে পারে ৪০টি আসন ও ৩৮.৬ শতাংশ ভোট। অন্যান্য দলগুলি পেতে পারে তিনটি আসন ও ২২.৫ শতাংশ ভোট।
ছত্তিসগঢ়ে লোকসভা আসন ১১টি। এর মধ্যে বিজেপি পেতে পারে ৪৮ শতাংশ ভোট। কংগ্রেস পেতে পারে ৩৯ শতাংশ ভোট। অন্যান্য দলগুলি পেতে পারে ১৩ শতাংশ ভোট।
রাজস্থানে বিধানসভা আসন ২০০টি। একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে কংগ্রেস পেতে পারে ১৪২টি আসন ও ৫০ শতাংশ ভোট। বিজেপি অনেক পিছিয়ে। তাদের ঝুলিতে যেতে পারে মাত্র ৫৬টি আসন। বিজেপি পেতে পারে ৩৪ শতাংশ ভোট। অন্যান্য দলগুলি দু’টি আসন ১৬ শতাংশ ভোট পেতে পারে।
রাজস্থানে লোকসভা আসন ২৫টি। এর মধ্যে বিজেপি পেতে পারে ৪৭ শতাংশ ভোট। কংগ্রেস পেতে পারে ৪৩ শতাংশ ভোট। অন্যান্য দলগুলির ঝুলিতে যেতে পারে ১০ শতাংশ ভোট।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ইন্ডিয়া
খবর
Advertisement