Live Updates: বন্দরের অনুষ্ঠানে কাটমানি-সিন্ডিকেট নিয়ে সরব মোদি, নেতাজি ইন্ডোরে গরহাজির মমতা

Background
বেলুড়: সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে রাজনৈতিক খেলায় মেতেছে বিরোধীরা। এমনটাই অভিযোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ফের একবার মনে করিয়ে দেন, এই আইন নাগরিকত্ব দেওয়ার জন্য তৈরি, ছিনিয়ে নেওয়ার জন্য নয়।
এদিন বেলুড়ে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী। সেখানেই তিনি বলেন, আমি আবারও বলছি, নাগরিকত্ব আইন কারও নাগরিকত্ব প্রত্যাহার বা ছিনিয়ে নিতে নয়, উল্টে নাগরিকত্ব দিতে তৈরি করা হয়েছে। স্বাধীনতার পর মহাত্মা গাঁধী সহ সেই সময়ের বড় বড় নেতারা বিশ্বাস করতেন, পাকিস্তানের নিপীড়িত ধর্মীয় সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়া উচিত ভারতের। আপনারা সকলেই তা বুঝতে পেরেছেন। কিন্তু, যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটা নিয়ে রাজনীতির খেলা খেলছে, তা বুঝতে চাইছে না। সিএএ নিয়ে মানুষকে ভুল বোঝানো হচ্ছে।
প্রসঙ্গত, গত বছরই সংশোধিত নাগরিকত্ব আইন পাশ হয় সংসদে। এই আইন অনুযায়ী, ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে ধর্মীয় নিপীড়নের জেরে পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে ভারতে চলে আসা সেদেশের হিন্দু, শিখ, জৈন, পার্সি, বৌদ্ধ ও খ্রীষ্ট ধর্মাবলম্বীদের নাগরিকত্ব দেওয়া হবে। শুক্রবার মধ্যরাতে গেজেট প্রকাশ করে তা সারা দেশে কার্যকর করে কেন্দ্র।






















