পুঞ্জ, রাজৌরিতে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন পাক সেনার, পাল্টা জবাব ভারতেরও
নয়াদিল্লি: লাগাতার সাত দিন, সংঘর্ষ চুক্তি উল্লঙ্ঘন করে জন্মু-কাশ্মীরে হামলা চালাল পাক সেনা। বৃহস্পতিবার বেলা ২ টো বেজে ১৪ মিনিট নাগাদ পুঞ্জ ও রাজৌরিতে মর্টার হামলা চালিয়েছে পাকিস্তান। সূত্রের খবর, নওশেরা ও কৃষ্ণ ঘাঁটি সেক্টরেও মর্টার হামলা চালায় পড়শি দেশ। যার কড়া জবাব দিয়েছে ভারতও।
পিটিআই সূত্রে প্রকাশিত খবর অনুযায়ী, বৃহস্পতিবার সকাল থেকেই সীমান্ত চুক্তি লঙ্ঘন করে ভূস্বর্গের বিভিন্ন অঞ্চলে হামলা চালাচ্ছিল পাক সেনারা। প্রথমে নওশেরা ও কৃষ্ণ ঘাঁটি সেক্টরে এবং পরে পুঞ্জ, রাজৌরিতে লাগাতার আক্রমণ করে তারা। এই পরিস্থিতি ভারত পাল্টা জবাব দিয়েছে বলেও জানা যাচ্ছে। প্রসঙ্গত, পুঞ্জ, রাজৌরির যে অঞ্চলে মর্টার হামলা হয়েছে, সেখান থেকে ৫ কিলোমিটার অঞ্চল জুড়ে সমস্ত স্কুল, কলেজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। সীমান্তবর্তী অঞ্চলে বসবাসকারী গ্রামবাসীদেরও ঘর থেকে না বের হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ভারতীয় সেনার তরফে। উল্লেখ্য, লাগাতার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘনের ঘটনা এই প্রথম নয়। বিগত বছরেই সবথেকে বেশি সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘনের নজির রেখেছে পাকিস্তান। ২০১৮ সালে মোট ২ হাজার ৯৩৬ বার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে তারা। শেষ ১৫ বছরে যা সর্বোচ্চ।