Live Updates: দেশজুড়ে ১১৬ জেলার ২৫৯ কেন্দ্রে চলছে টিকাকরণের ড্রাই রান
SEC Recommends Oxford-AstraZeneca COVID Vaccine For Emergency Use. | বছরের প্রথম দিনেই ভারতে জরুরি ক্ষেত্রে ব্যবহারের জন্য ছাড়পত্র পেল অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন কোভিশিল্ড।
LIVE
Background
বিজেন্দ্র সিংহ, ঝিলম করঞ্জাই ও সমীরণ পাল, কলকাতা: গোটা দেশের সঙ্গে আজ এ রাজ্যেও হবে করোনা ভ্যাকসিনের ড্রাইরান বা মহড়া। দত্তাবাদ, মধ্যমগ্রাম ও আমডাঙায় স্বাস্থ্যকেন্দ্রে ২৫ জন করে স্বাস্থ্যকর্মী অংশ নেবেন মহড়ায়। তার প্রস্তুতিও সেরা ফেলা হয়েছে।
চরিত্র বদলেছে করোনা ভাইরাস। মারণ ভাইরাসকে কাবু করতে দিনরাত এক করে গবেষণা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। চলছে প্রতিষেধকের পরীক্ষামূলক প্রয়োগ। এই প্রেক্ষিতে আজ দেশের বিভিন্ন জায়গার সঙ্গে এ রাজ্যেও হবে করোনা ভ্যাকসিনের ড্রাইরান বা টিকাকরণ প্রক্রিয়ার মহড়া। ভ্যাকসিনের ড্রাইরান হল, প্রতিষেধক এলে এবং তা দেওয়ার সময় কী কী করতে হবে, কী কী চ্যালেঞ্জের মুখে পড়তে হবে তা বুঝে নেওয়া। সেটা বোঝার জন্য বছরের দ্বিতীয় দিন থেকে দেশজুড়ে শুরু হচ্ছে ড্রাইরান। আজ বিধাননগর পুরসভার অন্তর্গত দত্তাবাদ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, মধ্যমগ্রাম পুরসভার অন্তর্গত আর্বান প্রাইমারি হেলথ সেন্টার ফোর এবং আমডাঙা গ্রামীণ হাসপাতালে হবে টিকাকরণ প্রক্রিয়ার মহড়া। প্রতিটি জায়গায় ২৫ জন স্বাস্থ্যকর্মী অংশ নেবেন এই মহড়ায়। উত্তর ২৪ পরগনার দুই কেন্দ্রও ড্রাইরানের জন্য তৈরি।
কীভাবে চলবে ভ্যাকসিনের মহড়া? স্বাস্থ্যকর্মীদেরকে আগে ওয়েটিং রুমে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে একজনকে নিয়ে যাওয়া হবে ভ্যাকসিনেশন রুমে। ভ্যাকসিন নেওয়ার পর তাঁকে রাখা হবে অবজার্ভেশন রুমে। এই পর্বগুলিতে কড়া নজর রাখবেন স্বাস্থ্য আধিকারিকরা।
স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, ভ্যাকসিন বাজারে এলে তা কীভাবে বণ্টন করা হবে? প্রাথমিকভাবে কাদের ভ্যাকসিন দেওয়া হবে? ভ্যাকসিন সম্পর্কে কীভবে প্রচার করা হবে? মহড়ায় এই দিকগুলি খতিয়ে দেখা হবে।
এদিকে, করোনা ভ্যাকসিন হিসেবে দেশে সবার আগে ছাড়পত্র পেল কোভিশিল্ড। রয়টার্স সূত্রে খবর, জরুরি ক্ষেত্রে ব্যবহারের জন্য ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই)। অক্সফোর্ডের সঙ্গে যৌথ উদ্যোগে ভ্যাকসিন তৈরি করেছে সিরাম ইনস্টিটিউট। পুণের এই সংস্থার দাবি প্রায় ৫ কোটি ডোজ তৈরি।
বছরের প্রথম দিনেই ভারতে জরুরি ক্ষেত্রে ব্যবহারের জন্য ছাড়পত্র পেল অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন কোভিশিল্ড। রয়টার্স সূত্রে খবর, কোভিশিল্ডে ছাড়পত্র দিয়েছে ডিসিজিআই।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কথায় ইঙ্গিত মিলেছিল যে, ভ্যাকসিন দ্রুত আসতে চলেছে। এরপর শুক্রবারই কোভ্যাকসিন ও আমেরিকার ফাইজারকে পিছনে ফেলে, ভারতের সবার আগে ছাড়পত্র পেল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার তৈরি ভ্যাকসিন। সূত্রের খবর, কবে থেকে এবং কীভাবে ভ্যাকসিনের প্রয়োগ হবে তা আগামী সপ্তাহে ঘোষণা করা হতে পারে। স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, ভ্যাকসিনের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন স্বাস্থ্যকর্মী ও করোনাযোদ্ধারা। তারপর দেশজুড়ে হবে গণ টিকাকরণ।
ভ্যাকসিন নিয়ে আশার খবর শুনিয়েছে ভারতে কোভিশিল্ড প্রয়োগ ও উৎপাদনের দায়িত্বে থাকা সিরাম ইনস্টিটিউট। সংস্থার সিইও আদর পুণাওয়ালা জানিয়েছেন, ভ্যাকসিনের ৪ থেকে ৫ কোটি ডোজ তৈরি। জুলাইয়ের মধ্যে ৩০ কোটি ভ্যাকসিন তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। কোভিশিল্ড প্রয়োগে ৯২-৯৫ শতাংশ সাফল্য মিলেছে।
সবার আগে কোভিশিল্ড এই ছাড়পত্র পেলেও, আরও কয়েকটি সংস্থার তৈরি ভ্যাকসিন এখনও অনুমোদনের অপেক্ষায়। ভারত বায়োটেক এবং আইসিএমআরের তৈরি কোভ্যাকিসনের তৃতীয় পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগ চলছে দেশে। তারা জরুরি ক্ষেত্রে ভ্যাকসিনে প্রয়োগের অনুমতি চেয়েছে। আমেরিকায় অনুমতি পেলেও ভারতে এখনও পরীক্ষামূলক প্রয়োগ শুরু করেনি ফাইজার। জাইডাস ক্যাডিলার তৈরি জাইকভ-ডি’র দ্বিতীয় পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগ চলছে। রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি স্পুটনিক ভি-র তৃতীয় পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগ চলছে ভারতে।
স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, শুক্রবার পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ২ লক্ষ ৮৬ হাজার ৭০৯। শনিবার থেকে দেশজুড়ে শুরু হবে করোনা-ভ্যাকসিনের ট্রায়াল রান। তার আগেই মিলল জরুরি ক্ষেত্রে অক্সফোর্ডের ভ্যাকসিন প্রয়োগের অনুমতি।