PM Modi in Lok Sabha LIVE: টোল প্লাজায় ভাঙচুর চালানো কি পবিত্র আন্দোলন? তোপ মোদির
PM Modi Speech In Lok Sabha LIVE Updates: করোনাকাল আমাদের কাছে টার্নিং পয়েন্ট, বললেন প্রধানমন্ত্রী।

Background
নয়াদিল্লি: বিশেষভাবে মহিলা সাংসদদের ধন্যবাদ জানাই। রাষ্ট্রপতির ভাষণ দেশবাসীকে প্রেরণা দিয়েছে। সংসদের সব সদস্যের প্রতি কৃতজ্ঞ। ‘আমাদের ঐক্য বিশ্ববাসীর কাছে অনুপ্রেরণা। নতুন সংকল্প নিয়ে দেশ গড়তে হবে। স্বামী বিবেকানন্দের কথা স্মরণ করছি। করোনাকালে আমরা আত্মনির্ভর হতে শিখেছি। তাই করোনাকাল আমাদের কাছে টার্নিং পয়েন্ট।’ লোকসভায় জবাবি ভাষণে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সবাই উপকৃত হবে না, এমন আইন আনার দরকার কী? মোদিকে আক্রমণ অধীরের
'কৃষক-মৃত্যু নিয়ে আমাদের যে বক্তব্য, সে বিষয়ে প্রধানমন্ত্রী কিছু বলেননি। সেই কারণেই আমরা ওয়াকআউট করেছি। তিনি স্বীকার করেছেন, কৃষি আইনে সংশোধন দরকার। এই আইনের ফলে কয়েকটি রাজ্য লাভবান হবে এবং কয়েকটি রাজ্য লাভবান হবে না। সবাই উপকৃত হবে না, এমন আইন আনার দরকার কী?' লোকসভার কংগ্রেস দলনেতা অধীর রঞ্জন চৌধুরী।
টোল প্লাজায় ভাঙচুর চালানো কি পবিত্র আন্দোলন?
‘দেশে বেসরকারিকরণেরও সমান গুরুত্ব রয়েছে। দেশের অগ্রগতির জন্য বেসরকারি সংস্থার ওপর ভরসা রাখতেই হবে। যুব সমাজকে যত গুরুত্ব দেব, ততই দেশের লাভ। কৃষক আন্দোলনকে আমি পবিত্র মনে করি। আন্দোলনজীবীরা স্বার্থপর হলে কী হয় দেখেছেন। টোল প্লাজায় ভাঙচুর চালানো কি পবিত্র আন্দোলন? আন্দোলনজীবীদের থেকে দেশকে বাঁচাতে হবে। পরিকাঠামো ক্ষেত্রে জোর দেওয়া খুবই জরুরি। পরিকাঠামো ক্ষেত্রে অগ্রগতি হলে দেশের উন্নতি। সব ক্ষেত্রেই উন্নয়নে সমান গুরুত্ব দিচ্ছে সরকার, বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।






















