মারা গেলেন জনপ্রিয় গায়ক মহম্মদ আজিজ
মুম্বই: মারা গেলেন জনপ্রিয় গায়ক মহম্মদ আজিজ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪। মঙ্গলবার দুপুর সওয়া তিনটে নাগাদ তাঁকে নানাবতী হাসপাতালে নিয়ে আসা হলে, তাঁকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ঘনিষ্ঠ সূত্রের খবর, মূলত হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, সোমবার রাতে কলকাতায় তাঁর অনুষ্ঠান ছিল। মঙ্গলবার দুপুরে মুম্বইতে ফেরার পর তিনি অসুস্থ বোধ করেন। ট্যাক্সিচালককে বলেনও সেই কথা। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, মৃত ঘোষণা করা হয়। গায়ক হিসেবে একসময়ে বলিউড সহ দেশের বিভিন্ন আঞ্চলিক ফিল্ম ইন্ডাস্ট্রিতে দাপিয়ে বেরিয়েছিলেন আজিজ। ২০ হাজারের বেশি গান গেয়েছেন তিনি। হিন্দি ছাড়াও বাংলা এবং ওড়িয়া ছবির গানেও কণ্ঠ দিয়েছেন প্রয়াত আজিজ। বাংলা ছবি ‘জ্যোতি’-তে আবির্ভাব ঘটে আজিজের। তাঁর কেরিয়ারের বড় ব্রেক পান যখন পরিচালক অনু মালিক অমিতাভ বচ্চন অভিনীত ‘মর্দ’ ছবির জন্য ‘মর্দ টাঙ্গেওয়ালা’ গানের জন্য আজিজকে প্রস্তাব দেন। আর পিছন ফিরে তাকাতে হয়নি আজিজকে। অমিতাভ ছাড়াও গোবিন্দা, ঋষি কপূর ও মিঠুন চক্রবর্তীর জন্য গান গেয়েছেন আজিজ। এর মধ্যে ‘মাই নেম ইজ লখন’, ‘আপকে আজানে সে’, ‘দিল লে গেই তেরি বিন্দিয়া’ উল্লেখযোগ্য। আজও, তাঁর গাওয়া এই সব গান সমান জনপ্রিয়। দীর্ঘ ৩০ বছরের বেশি কেরিয়ারে কল্যাণজি-আনন্দজি, লক্ষ্মীকান্ত পেয়ারেলাল, রাহুল দেব বর্মণ, নৌশাদ, ওপি নায়ার, বাপ্পি লাহিড়ী, রাজেশ রোশন এবং রবীন্দ্র জৈন-এর মতো বলিউডের প্রখ্যাত সঙ্গীত পরিচালকদের সঙ্গে কাজ করেছেন তিনি।