‘রাহুল গড়ে’ প্রথম সভা মোদির, অমেঠিতে অত্যাধুনিক রাইফেল প্রস্তুতকারক কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর
আমেঠি: লোকসভা ভোটের দামামা বাজতেই গাঁধী পরিবারের 'গড়ে' প্রধানমন্ত্রী। রবিবার উত্তরপ্রদেশের অমেঠি লোকসভা কেন্দ্রে সভা করলেন নরেন্দ্র মোদি। ২০১৪ লোকসভার পর এই প্রথম রাহুল গাঁধীর লোকসভায় পা রাখলেন তিনি। গত বছর ডিসেম্বরে তিনি এসেছিলেন রায়বরেলীতেও। এই লোকসভা কেন্দ্রের সাংসদ ইউপিএ চেয়ারপার্সন তথা প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী অমেঠি এসেছিলেন ভিত্তিপ্রস্তর স্থাপনে। অত্যাধুনিক রাইফেল প্রস্তুতকারক কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপনে এদিন বিহারের পাটনা থেকেই সোজাসুজি অমেঠিতে এসেছিলেন তিনি।
অমেঠিতে তৈরি হবে অত্যাধুনিক রাইফেল একে-২০৩। ভারত ও রাশিয়া, দুই দেশের যৌথ উদ্যোগেই তৈরি হবে এই সমরাস্ত্র। মূলত ভারতীয় সেনার হাতে আরও শক্তিশালী অস্ত্র তুলে দিতেই এই অস্ত্র কারখানা তৈরি করা হচ্ছে। এদিন এই কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপনে এসে নরেন্দ্র মোদি অভিযোগ করেন, পূর্বতন সরকার ভারতীয় সেনার প্রয়োজনকে আমল দেয়নি। অমেঠিতে যে রাইফেল তৈরি হবে, তা ভারতীয় সেনার হাত শক্ত করবে। একই সঙ্গে এদিন, ফরাসি যুদ্ধবিমান রাফাল নিয়েও কংগ্রেসকে আক্রমণ করেন নমো। তাঁর অভিযোগ, পূর্বতন ইউপিএ সরকারের গড়িমসিতেই এখনও রাফাল ভারতের হাতে আসেনি।
প্রসঙ্গত, এদিন অমেঠিতে এসে একপ্রস্থ ভোট প্রচারও সেরে ফেলেন নরেন্দ্র মোদি। তিনি মহাত্মার প্রসঙ্গ টেনে সকলের সামনে তুলে ধরেন সব কা সাথ, সব কা বিকাশের স্লোগানও। সভা থেকে মানুষের মন জিততে মোদি আরও বলেন, এখানে যারা আমাদের ভোট দিয়েছেন এবং যারা দেননি সবাই আমাদের। বিকাশ প্রসঙ্গে যে কোনও ভেদ হয়নি, তাই বুঝিয়ে দিতে চেয়েছেন তিনি।