এক্সপ্লোর
Advertisement
যাঁরা নির্ভীকভাবে জরুরি অবস্থার প্রতিরোধ করেছিলেন, ভারত তাঁদের কুর্ণিশ জানায়, ট্যুইট মোদীর, গত পাঁচ বছর ধরে দেশে ‘সুপার এমার্জেন্সি’ চলছে, তোপ মমতার
জরুরি অবস্থা জারির বার্ষিকী উপলক্ষ্যে কংগ্রেসকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ বিজেপি নেতারা। অন্যদিকে, এই দিন উপলক্ষ্যে বিজেপিকে একহাত নিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন, গত পাঁচ বছর ধরে দেশে ‘সুপার এমার্জেন্সি’ চলছে।
নয়াদিল্লি: জরুরি অবস্থা জারির বার্ষিকী উপলক্ষ্যে কংগ্রেসকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ বিজেপি নেতারা। অন্যদিকে, এই দিন উপলক্ষ্যে বিজেপিকে একহাত নিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন, গত পাঁচ বছর ধরে দেশে ‘সুপার এমার্জেন্সি’ চলছে।
১৯৭৫-এর ২৫ জুন জরুরি অবস্থা জারি করেছিলেন ইন্দিরা গাঁধী, তা কার্যকর থাকে ১৯৭৭-এর ২১ মার্চ পর্যন্ত।
মোদি ট্যুইট করে বলেছেন, ‘যাঁরা তীব্র ও নির্ভীকভাবে জরুরি অবস্থার প্রতিরোধ করেছিলেন, ভারত তাঁদের কুর্ণিশ জানায়। এক কর্তৃত্ববাদী মনোভাবের বিরুদ্ধে ভারতের গণতান্ত্রিক মানসিকতা সাফল্যের সঙ্গে বজায় থেকেছে’।
বিজেপির কার্যনির্বাহী সভাপতি জেপি নাড্ডা বলেছেন, জরুরী অবস্থা ছিল এক কালো পর্ব। তাঁর ট্যুইট, ‘১৯৭৫-এ আজকের দিনেই ক্ষমতায় থাকার জন্য কংগ্রেসের হাতে গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল। ভারতীয় জনসঙ্ঘ ও আরএসএস থেকে যাঁরা সামনের সারিতে থেকে জরুরি অবস্থা বিরোধী লড়াইয়ে নেতৃত্ব দিয়েছিলেন, এমন হাজার হাজার নামহীন নায়কদের প্রতি দেশ কৃতজ্ঞ’। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহর ট্যুইট, জরুরি অবস্থা ভারতের ইতিহাসে একটা ‘কালো অধ্যায়’।India salutes all those greats who fiercely and fearlessly resisted the Emergency.
India’s democratic ethos successfully prevailed over an authoritarian mindset. pic.twitter.com/vUS6HYPbT5 — Narendra Modi (@narendramodi) June 25, 2019
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কীভাবে সংবাদপত্রগুলি বন্ধ করে দেওয়া হয়েছিল এবং দেশের নাগরিকদের মৌলিক অধিকারগুলি থেকে বঞ্চিত করা হয়েছিল, সে কথা স্মরণ করেছেন। তাঁর ট্যুইট, ‘দেশে গণতন্ত্র পুণঃপ্রতিষ্ঠায় লক্ষ লক্ষ দেশপ্রেমীকে ভূক্তভোগী হতে হয়েছিল’। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্যুইট, ১৯৭৫ সালে আজকের দিনেই জরুরী অবস্থা ঘোষণা করা হয়েছিল। গত ৫ বছর দেশে 'সুপার এমার্জেন্সি' চলেছে। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমাদের উচিত দেশের গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য লড়াই করা।The declaration of Emergency on June 25, 1975 and the incidents that followed, mark as one of the darkest chapters in India’s history.
On this day, we the people of India should always remember the importance of upholding the integrity our institutions and the Constitution. — Rajnath Singh (@rajnathsingh) June 25, 2019
১৯৭৫ সালে আজকের দিনেই জরুরী অবস্থা ঘোষণা করা হয়েছিল। গত ৫ বছর দেশে 'সুপার এমার্জেন্সি' চলেছে। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমাদের উচিত দেশের গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য লড়াই করা
— Mamata Banerjee (@MamataOfficial) June 25, 2019
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement