এক্সপ্লোর
Advertisement
নভেম্বরে ইডেনে ভারত-বাংলাদেশ টেস্টে আমন্ত্রিত প্রধানমন্ত্রী, শেখ হাসিনা, খবর সূত্রের
এটিই হতে যাচ্ছে ইডেনে বাংলাদেশের প্রথম টেস্ট।
কলকাতা: ২২ নভেম্বর ইডেন গার্ডেনসে শুরু হতে চলা ভারত-বাংলাদেশ টেস্টে প্রধান অতিথি হিসেবে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানা গিয়েছে, এই টেস্টের দর্শক হওয়ার জন্য তাঁদের আমন্ত্রণ করা হয়েছে। তবে এ খবরের সত্যতা সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। এটিই হতে যাচ্ছে ইডেনে বাংলাদেশের প্রথম টেস্ট।
বাংলাদেশ ভারতে আসছে ২ টেস্টের সিরিজ খেলতে। দ্বিতীয় টেস্ট হবে ইডেনে, ওই সময়েই হবে জগমোহন ডালমিয়া স্মারক বক্তৃতা, বিসিসিআই-এর আগামী সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় সম্ভবত বক্তৃতা দেবেন সেখানে। একই সঙ্গে ইডেনের অত্যাধুনিক ইনডোর প্রশিক্ষণ ব্যবস্থারও উদ্বোধন হতে পারে।
এর আগে ২০১১-য় মোহালিতে ভারত-পাকিস্তান বিশ্বকাপ ম্যাচে এমন ভিভিআইপি দর্শক সমাগম হয়েছিল। ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ ও পাক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি।
গোটা বিশ্বের ক্রিকেটমোদী এক বাক্যে স্বীকার করেন, ইডেনে খেলা দেখা এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। ২০১৬-য় বিশ্বকাপ টি০-তে ভারত-পাকিস্তান ম্যাচে অমিতাভ বচ্চনকে দিয়ে এখানে জাতীয় সঙ্গীত গাওয়ানো হয়েছিল। দর্শকদের মধ্যে ছিলেন প্রাক্তন পাক অধিনায়ক ও পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান। তখন সিএবি সভাপতি থাকা সৌরভ গঙ্গোপাধ্যায় এখন বিসিসিআই সভাপতি হয়েছেন। ফলে ইডেনের দর্শককুলের জন্য আরও নানা বিস্ময় উপহার হিসেবে থাকতেই পারে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement