এক্সপ্লোর
Advertisement
রয়েছে গুজরাত, জম্মু-কাশ্মীর ও লাদাখের একাংশ, নতুন মানচিত্র প্রকাশ পাকিস্তানের, তীব্র নিন্দা ভারতের
ইমরান সরকারের এই নয়া চালের তীব্র নিন্দা করেছে ভারত।
নয়াদিল্লি: চিনের সঙ্গে ভারতের সীমান্ত সংঘাতের মধ্যেই এবার নয়া প্ররোচনা পাকিস্তানের। নতুন একটি রাজনৈতিক মানচিত্র প্রকাশ করল ইমরান খান সরকার। সেই মানচিত্রে জম্মু-কাশ্মীর ও লাদাখের একটি অংশকে পাকিস্তানের অংশ হিসেবে দেখানো হয়েছে। পাকিস্তানের মন্ত্রিসভা এই মানচিত্র অনুমোদন করেছে। এই মানচিত্র রাষ্ট্রপুঞ্জে পেশ করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার।
These ridiculous assertions have neither legal validity nor international credibility. In fact, this new effort only confirms the reality of Pakistan's obsession with territorial aggrandisement supported by cross-border terrorism: Government of India https://t.co/V88wEShTC0
— ANI (@ANI) August 4, 2020
ইমরান সরকারের এই নয়া চালের তীব্র নিন্দা করেছে ভারত। বিদেশমন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের প্রকাশ করা তথাকথিত ‘রাজনৈতিক মানচিত্র’ দেখেছি। ভারতের গুজরাত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীর এবং লাদাখকে পাকিস্তানের অংশ বলে দাবি করা রাজনৈতিকভাবে হাস্যকর। এই ধরনের হাস্যকর দাবির কোনও আইনগত বৈধতাও নেই, আন্তর্জাতিক স্তরে বিশ্বাসযোগ্যতাও নেই। পাকিস্তানের নতুন অপচেষ্টা শুধু ওদের সীমান্ত-সন্ত্রাসে মদত দেওয়া এবং সীমানা বাড়ানোর প্রতি আকর্ষণেরই প্রমাণ দিচ্ছে।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement