এক্সপ্লোর
Advertisement
কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি খতমের পর নিরাপত্তা বাহিনীর সঙ্গে স্থানীয় মানুষের তুমুল সংঘর্ষ, মৃত ৮
শ্রীনগর: কাশ্মীরের পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষে ৩ জঙ্গি খতম হওয়ার জেরে রণক্ষেত্র হয়ে উঠেছে পুলওয়ামা। এতে কম করে ৮ জনের মৃত্যু হয়েছে, আহতের সংখ্যা অসংখ্য। জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে এক জওয়ানও শহিদ হয়েছেন।
Exchange of fire between #Terrorists & Security forces at Sirnoo village in #Pulwama. Area is under cordon. Details will follow. @JmuKmrPolice
— Kashmir Zone Police (@KashmirPolice) December 15, 2018
আজ ভোরে বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ শুরু হয়। খতম হওয়া জঙ্গিদের মধ্যে জহুর ঠোকর নামে এক প্রাক্তন সেনাকর্মীও রয়েছে। গত বছর জুলাইতে নিজের সার্ভিস রাইফেল নিয়ে সেনা ছেড়ে হিজবুল মুজাহিদিনে নাম লিখিয়েছিল সে, দীর্ঘদিন ধরে তাকে খুঁজছিল পুলিশ ও নিরাপত্তা বাহিনী। পুলিশ জানিয়েছে, বাহিনীর কাছে গোপন সূত্রে খবর আসে, দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার সির্নু গ্রামে লুকিয়ে রয়েছে জঙ্গিরা। এরপর গ্রাম ঘিরে ফেলে তল্লাশি শুরু হলে জওয়ানদের ওপর গুলি ছুঁড়তে শুরু করে জঙ্গিরা। জবাব দেন জওয়ানরাও, দু’পক্ষের সংঘর্ষ শুরু হয়। খতম হয় ৩ জঙ্গি, এক জওয়ানও শহিদ হন।
আর সংঘর্ষস্থলের পাশেই স্থানীয় বাসিন্দারা বাহিনীর ওপর হামলা শুরু করে। পাল্টা জবাবে ৮ জনের মৃত্যু হয়, অনেকে গুরুতর জখম। গুজব ছড়ানো রুখতে এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ রাখা হয়েছে কাশ্মীর উপত্যকা ও বানিহালের মধ্যে রেল চলাচল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ইন্ডিয়া
Advertisement