এক্সপ্লোর
Advertisement
Pulwama Terror Attack Chargesheet: পুলওয়ামায় জঙ্গি হামলায় দেড় বছরের মাথায় চার্জশিট পেশ এনআইএ-র, নাম রয়েছে মাসুদ আজহারের
সূত্রের খবর, তদন্ত শেষ করে যাবতীয় তথ্য-প্রমাণ জোগাড় করা হয়েছে বলে আদালতে জানিয়েছে এনআইএ।
নয়াদিল্লি: পুলওয়ামা হামলার দেড় বছরের মাথায় চার্জশিট জমা দিল এনআইএ। জম্মুর বিশেষ এনআইএ আদালতে সাড়ে ১৩ হাজার পাতার চার্জশিটে জইশ প্রধান মাসুদ আজহারের নাম আছে। চার্জশিটে নাম রয়েছে কাকাপোরার এক বাসিন্দারও। বিলাল আহমেদ নামে ওই ব্যক্তির বিরুদ্ধে জইশ জঙ্গিদের আশ্রয় ও সাহায্য করার অভিযোগ রয়েছে।
গত বছরের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় আইইডি বিস্ফোরণে ৪০ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়। হামলায় জড়িত সন্দেহে জুলাইয়ে গ্রেফতার হয় বিলাল। এরপর আজ চার্জশিট পেশ করা হল। জইশ প্রধান ও বিলাল ছাড়াও চার্জশিটে নাম রয়েছে মাসুদের ভাই রউফ আসগর ও আম্মার আলভি, আত্মীয় উমর ফারুক, গ্রেফতার হওয়া ৬ অভিযুক্ত এবং কয়েকজন জঙ্গির।
সূত্রের খবর, তদন্ত শেষ করে যাবতীয় তথ্য-প্রমাণ জোগাড় করা হয়েছে বলে আদালতে জানিয়েছে এনআইএ। পুলওয়ামায় জঙ্গি হামলার প্রশংসা করে জইশ প্রধানের ভিডিও, অডিও রেকর্ডিংয়ের কথা উল্লেখ করেছেন তদন্তকারীরা। এছাড়া টেলিগ্রাম চ্যাট ও জঙ্গিদের কল ডিটেইলসও পেশ করেছেন তদন্তকারীরা। এর আগে জানা গিয়েছিল, পুলওয়ামায় জঙ্গি হামলার সঙ্গে যুক্ত সন্দেহে ৬ জনকে গ্রেফতার করেছে এনআইএ। এ বছরের ফেব্রুয়ারিতে এই হামলার এক বছর পরে তদন্তকারীরা প্রথম সাফল্য পেয়েছেন বলে জানা যায়। এ বছরের ২৮ ফেব্রুয়ারি কাকাপোরার হাজিবল অঞ্চলের বাসিন্দা ২২ বছরের তরুণ শাকির বশির মাগ্রেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আত্মঘাতী জঙ্গি আদিল আহমেদ দারকে আশ্রয় দেওয়া এবং ঘটনাস্থলে পৌঁছনোর বিষয়ে সাহায্য করার অভিযোগ রয়েছে। পরবর্তীকালে আত্মঘাতী জঙ্গিকে সাহায্য করার অভিযোগে এক ব্যক্তি ও তার ছেলেকেও গ্রেফতার করা হয়। গত মাসে মহম্মদ ইকবাল রাদার নামে ২৫ বছরের এক যুবককে গ্রেফতার করেছে এনআইএ। তার বিরুদ্ধে জইশ জঙ্গি মহম্মদ উমর ফারুককে সাহায্য করার অভিযোগ রয়েছে।National Investigation Agency (NIA) is filing a 13,500-page charge sheet in the Pulwama terror attack case, naming a number of Pakistani nationals, including JeM chief Masood Azhar. In photos- vehicle used in the attack and terrorists who made the IED: NIA sources pic.twitter.com/tgAsXYwTlN
— ANI (@ANI) August 25, 2020
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement