এক্সপ্লোর
Advertisement
পাতিয়ালায় কার্ফু পাস দেখতে চাওয়ায় এএসআই-এর হাত কেটে নিল সশস্ত্র দুষ্কৃতীরা
আরও কয়েকজন পুলিশকর্মী জখম হয়েছেন।
নয়াদিল্লি: পঞ্জাবে লকডাউন কার্যকর করতে গিয়ে আক্রান্ত পুলিশ। আজ পাতিয়ালা জেলায় কার্ফু পাস দেখতে চাওয়ায় পুলিশকর্মীদের আক্রমণ করল সশস্ত্র দুষ্কৃতীদের একটি দল। তারা এক সাব-ইন্সপেক্টরের হাত কেটে নেয়। আরও কয়েকজন পুলিশকর্মী জখম হয়েছেন।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ‘একটি গাড়িতে করে পাঁচজন সশস্ত্র দুষ্কৃতী যাচ্ছিল। পাতিয়ালার একটি সবজি বাজারের কাছে তাদের গাড়ি আটকান পুলিশকর্মীরা। তাদের কার্ফু পাস দেখাতে বলা হয়। এ কথা শুনেই রেগে গিয়ে পুলিশকর্মী এবং অন্যান্য পুলিশকর্মীদের আক্রমণ করে দুষ্কৃতীরা।’
In an unfortunate incident today morning, a group of Nihangs injured a few Police officers and a Mandi Board official at Sabzi Mandi, Patiala. ASI Harjeet Singh whose hand got cut-off has reached PGI Chandigarh.
— DGP Punjab Police (@DGPPunjabPolice) April 12, 2020
ডিরেক্টর জেনারেল অফ পুলিশ দীনকর গুপ্ত ট্যুইট করে জানিয়েছেন, ‘আজ সকালে একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। একদল নিহাঙ্গ পাতিয়ালার সবজি মান্ডিতে কয়েকজন পুলিশ অফিসার ও মান্ডি বোর্ডের এক আধিকারিককে জখম করেছে। এএসআই হরজিৎ সিংহের হাত কেটে গিয়েছে। তাঁকে পিজিআই চণ্ডীগড়ে ভর্তি করা হয়েছে। অন্য দু’জনের শরীরের একাধিক জায়গায় আঘাত লেগেছে।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement