Punjab Cop Stealing Eggs: রাস্তার ধারে ঠেলা গাড়ি থেকে ডিম চুরি পুলিশের! ভাইরাল ভিডিও
ভিডিওতে দেখা যাচ্ছে, বিক্রেতার অনুপস্থিতির সুযোগ প্রীতপাল সিংহ নামে ওই হেড কনস্টেবল একটি ঠেলা গাড়ি থেকে ডিম তুলে নিয়ে নিজের উর্দির পকেটে ঢোকাচ্ছেন। পঞ্জাব পুলিশ এই ভিডিও সামনে আসার পর ব্যবস্থা নিয়েছে এবং সেই ব্যবস্থা গ্রহণের কথা ট্যুইট করে জানিয়েছে।
চণ্ডীগড়: রক্ষকই ভক্ষক! এমন উদাহরণ ভুরি ভুরি রয়েছে। এবার এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে। পুলিশের এক কনস্টেবল রাস্তায় দাঁড়িয়ে ডিম চুরি করছেন! আসলে ঠেলা থামিয়ে বিক্রেতা কোথাও গিয়েছিলেন। সেই ফাঁকেই ওই পুলিশ দিব্যি ঠেলা থেকে ডিম তুলে উর্দির পকেটে পুরে নিচ্ছেন। এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সংশ্লিষ্ট পুলিশ কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পর পঞ্জাব পুলিশের ট্যুইটার হ্যান্ডেলে ওই ভিডিওটি পোস্ট করা হয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, বিক্রেতার অনুপস্থিতির সুযোগ প্রীতপাল সিংহ নামে ওই হেড কনস্টেবল একটি ঠেলা গাড়ি থেকে ডিম তুলে নিয়ে নিজের উর্দির পকেটে ঢোকাচ্ছেন। পঞ্জাব পুলিশ এই ভিডিও সামনে আসার পর ব্যবস্থা নিয়েছে এবং সেই ব্যবস্থা গ্রহণের কথা ট্যুইট করে জানিয়েছে। পঞ্জাব পুলিশের ট্যুইটে লেখা হয়েছে, একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে ফতেহগড় সাহিব পুলিশের হেড কনস্টেবল প্রীতপাল সিংহের ডিম বিক্রেতার অনুপস্থিতিতে ঠেলা গাড়ি থেকে ডিম চুরি করার ঘটনা ক্যামরায় ধরা পড়েছে। তাঁকে সাসপেন্ড করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
এই ভিডিও সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় অনেকেই মজাদার প্রতিক্রিয়া জানাচ্ছেন। আবার কেউ কেউ আবার পুলিশ বিভাগকে এই বিড়ম্বনাকর ঘটনা প্রকৃত কারণ অনুসন্ধানের পরামর্শ দিয়েছে।
এক ইউজার বলেছেন, চুরি অবশ্যই শাস্তিযোগ্য। কিন্তু প্রথমে জানতে হবে, ওই কনস্টেবল এমন কাজ করলেন কেন। তাঁর কাজের পরিস্থিতি, পরিবারিক অবস্থা, এই কাজের কারণ, তাঁর অর্থনৈতিক অবস্থা খতিয়ে দেখতে হবে।
এমন পরামর্শ দিয়েছেন আরও এক ইউজার। তিনি লিখেছেন, সাসপেনশন বা তদন্তের থেকে জানা উচিত, তিনি এমন অপকর্ম কেন করলেন। এক পুলিশ কর্মী বেশিরভাগ সময় কর্তব্যপালন করেন এবং মাইনে খুব কম পান। এটাই দুর্নীতির কারণ। কিন্তু প্রশাসন এই সমস্যা থেকে মুখ ফিরিয়ে রয়েছে।
এরকম বেশ কয়েকজন সোশ্যাল মিডিয়া ইউজার এই ঘটনার প্রকৃত কারণ খতিয়ে মূল সমস্যা সমাধানের পরামর্শ দিয়েছেন।