এক্সপ্লোর
Advertisement
লোকসভায় রাফাল বিতর্কে নিজেকে রক্ষা করতে একজন মহিলাকে রেখে পঞ্জাব পালিয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী, নির্মলাকে কটাক্ষ রাহুলের, এটা দেশের সব মহিলার অপমান! পাল্টা মোদি
নয়াদিল্লি: নির্মলা সীতারামনকে টেনে এনে নরেন্দ্র মোদিকে কটাক্ষ রাহুল গাঁধীর। পাল্টা জবাব মোদির। কংগ্রেস সভাপতি বুধবার জয়পুরে এক সমাবেশ কংগ্রেস সভাপতি কটাক্ষ করেন, লোকসভায় রাফাল বিতর্কে নিজেকে রক্ষা করতে একজন মহিলাকে ফেলে রেখে পঞ্জাব পালিয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। রাফাল নিয়ে আমরা প্রধানমন্ত্রীকে লোকসভায় কয়েকটা প্রশ্ন করেছিলাম। প্রধানমন্ত্রী এক মিনিটের জন্য লোকসভায় এলেন না। নির্মলা সীতারামন আড়াই ঘন্টা ধরে বললেন, কিন্তু প্রশ্নের জবাব দিতে পারেননি। ওঁর যুক্তি খন্ডন করি আমরা। কিন্তু প্রধানমন্ত্রী একটা মিনিটও লোকসভায় মুখ দেখাতে পারেননি। একজন মহিলাকে নিজেকে বাঁচাতে এগিয়ে দিয়েছেন। আপনারাই দেখেছেন, আড়াই ঘন্টা ওঁকে বাঁচাতে পারেননি তিনি।
আগ্রায় রাহুলের কটাক্ষের জবাবে মোদি বলেন, একজন মহিলা প্রতিরক্ষামন্ত্রীকে এভাবে আক্রমণ করা থেকেই কংগ্রেসের হতাশা স্পষ্ট হয়ে গিয়েছে। এই প্রথম একজন মহিলা প্রতিরক্ষামন্ত্রক সামলাচ্ছেন। নির্মলার নাম না করেই মোদি বলেন, কয়েকদিন আগে তিনি সংসদে রাফাল নিয়ে বিরোধীদের যাবতীয় প্রশ্নের জবাব দিয়েছেন, ওরা বাক্যহারা হয়ে গিয়েছে। তিনি রাফাল ডিল নিয়ে সংসদে কংগ্রেসের মিথ্যা ফাঁস করে সত্যি প্রকাশ করে দেওয়ায় ওরা হতবাক হয়ে গিয়ে তাঁকে ব্যঙ্গবিদ্রূপ করছে। একজন মহিলা প্রতিরক্ষামন্ত্রীকে ওরা অপমান করেছে। শুধু তাঁকেই নয়, অপমান করেছে দেশের সব মহিলাকে। এজন্য এই দায়িত্বজ্ঞানহীন, যৌন পক্ষপাতদুষ্ট রাজনীতিকদের পস্তাতে হবে।
জনসভায় মোদি লোকসভায় পাশ হওয়া সংরক্ষণ বিল নিয়েও বিরোধীদের সমালোচনার জবাব দেন, একসঙ্গে লোকসভা, সব রাজ্যে বিধানসভা নির্বাচনের পক্ষেও সওয়াল করেন। বলেন, বিরোধীরা বলছেন, ২০১৯ এর লোকসভা ভোটে ফায়দা তুলতেই সরকার সংরক্ষণ বিল এনেছে। তিন মাস আগে বিলটা আনলে ওঁরা বলতেন, রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশের ভোটের মুখে আনা হল কেন। তার আগে আনা হলে ওঁরা বলতেন, কর্নাটকে বিধানসভা নির্বাচন মাথায় রেখে আনা হয়েছে। আমাদের দেশে ৬ মাস বাদে বাদে কোথাও না কোথাও ভোট হয়ই। সেজন্যই আমার মত, ৫ বছরের ব্যবধানে একবারই দেশজুড়ে লোকসভা ও বিধানসভা নির্বাচন হোক।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement