পাকিস্তানের পদক্ষেপের জবাব, এবার সমঝোতা এক্সপ্রেস বাতিল করল নয়াদিল্লি
প্রতি রবিবার দিল্লি থেকে দুদেশের মধ্যে আন্তর্জাতিক সীমান্ত আট্টারি পর্যন্ত সমঝোতা এক্সপ্রেস চালায় ভারতীয় রেল। অন্যদিকে, লাহোর থেকে আট্টারি পর্যন্ত ট্রেন চালায় পাকিস্তান।
নয়াদিল্লি: পাকিস্তান সমঝোতা এক্সপ্রেসের লাহোর-আট্টারি পরিষেবা বন্ধ করার জবাব হিসেবে ট্রেনের দিল্লি-আট্টারি পরিষেবা বাতিল করল ভারত। প্রতি রবিবার দিল্লি থেকে দুদেশের মধ্যে আন্তর্জাতিক সীমান্ত আট্টারি পর্যন্ত সমঝোতা এক্সপ্রেস চালায় ভারতীয় রেল। অন্যদিকে, লাহোর থেকে আট্টারি পর্যন্ত ট্রেন চালায় পাকিস্তান। দুদিকের যাত্রীরা আট্টারি স্টেশনে ট্রেন পরিবর্তন করেন। এরপর, উভয় দিকের ট্রেন দুটি নিজ নিজ গন্তব্য স্টেশনে ফিরে যায়। অর্থাৎ, এপারের যাত্রীদের নিয়ে আট্টারি থেকে পাক ট্রেনটি লাহোরে ফেরে। আর ওপার থেকে আসা যাত্রীদের নিয়ে এপারের ট্রনটি দিল্লি ফিরে আসে। এদিন উত্তর রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক দীপক কুমার জানান, লাহোর ও আট্টারির মধ্যে চলা সমঝোতা এক্সপ্রেসের লিঙ্ক ট্রেন ১৪৬০৭/১৪৬০৮ বাতিল করেছে পাকিস্তান। ফলে, এমতাবস্থায় এপারের দিল্লি-আট্টারি ১৪০০১/১৪০০২ লিঙ্ক ট্রেনটি বাতিল করা হল। গত সপ্তাহে, জম্মু-কাশ্মীরে ৩৭০ ও ৩৫এ ধারা বাতিল করেছে মোদি সরকার। পৃথক দুটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে গঠিত হয়েছে জম্মু-কাশ্মীর ও লাদাখ। সংসদের উভয় কক্ষে পাস হয়েছে জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল, ২০১৯। সংসদে পাস হওয়ার পর মিলেছে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের অনুমোদনও। আগামী ৩১ অক্টোবর থেকে এই নতুন বিল কার্যকর হবে। কাশ্মীর নিয়ে কেন্দ্রের এই পদক্ষেপে ক্ষিপ্ত হয়ে ভারতের ওপর চাপ তৈরির লক্ষ্যে ভারত-পাকিস্তানের মধ্যে চলা সমঝোতা এক্সপ্রেস বৃহস্পতিবার বন্ধ করে পাকিস্তান। পাকিস্তানের এই আচমকা সিদ্ধান্তের জেরে বৃহস্পতিবার ব্যাপক সমস্যায় পড়েন সমঝোতা এক্সপ্রেসের যাত্রীরা। কারণ, পাক সীমান্তের ওয়াঘা পর্যন্ত আসার পর, সমঝোতা এক্সপ্রেসের পাকিস্তানি চালক ও গার্ড জানিয়ে দেন, নিরাপত্তার অভাব বোধ করায়, তাঁরা ভারতের আটারি পর্যন্ত ট্রেন নিয়ে যেতে পারবেন না! এরপর ভারতীয় রেলের তরফে চালক পাঠিয়ে সমঝোতা এক্সপ্রেস ভারতের সীমান্তে আনা হয়! বৃহস্পতিবার রাতে আটারি থেকে দিল্লি রওনা হয় ট্রেনটি। শুক্রবার সকালে ট্রেনটি দিল্লি পৌঁছয়। ট্রেনে ৭৬ জন ভারতীয় ও ৪১ জন পাকিস্তানি যাত্রী ছিলেন। সাড়ে ৪ ঘণ্টা দেরিতে পৌঁছনোয় চূড়ান্ত হয়রানি যাত্রীদের।