এক্সপ্লোর
Advertisement
পরীক্ষার্থীদের কথা ভেবে আগামী শনিবার থেকে ৪০ জোড়া বিশেষ ট্রেন চালানো হবে, ঘোষণা রেলবোর্ডের চেয়ারম্যানের
দেশের বিভিন্ন জায়গায় এখন জেইই মেন, নিটের মতো পরীক্ষা চলছে।
নয়াদিল্লি: আগামী শনিবার, ১২ তারিখ থেকে ৪০ জোড়া বিশেষ ট্রেন চালানোর কথা ঘোষণা করল ভারতীয় রেল। আজ রেলবোর্ডের চেয়ারম্যান বিনোদ কুমার যাদব জানিয়েছেন, ১০ তারিখ থেকে এই ট্রেনগুলির টিকিট বুকিং শুরু হবে।
দেশের বিভিন্ন জায়গায় এখন জেইই মেন, নিটের মতো পরীক্ষা চলছে। ফলে পড়ুয়াদের এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতে হচ্ছে। আগামীকাল শেষ হচ্ছে জেইই মেন। ১৩ তারিখ থেকে শুরু হচ্ছে শুরু হচ্ছে নিট। আগামীকাল কমন এনডিএ ২০২০ পরীক্ষা হওয়ার কথা।
করোনা সংক্রমণ রোখার লক্ষ্যে ২৫ মার্চ থেকে দেশজুড়ে লকডাউন জারি হওয়ায় প্যাসেঞ্জার, মেল ও এক্সপ্রেস ট্রেন পরিষেবা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। পরিযায়ী শ্রমিক, তীর্থযাত্রী, পর্যটক ও পড়ুয়াদের বাড়ি ফেরানোর জন্য ১ মে থেকে শ্রমিক স্পেশাল ট্রেন চালু করা হয়। এরপর ১২ মে থেকে ১৫ জোড়া বিশেষ শীতাতপ নিয়ন্ত্রিত ট্রেন চালু করা হয়। ১ জুন থেকে ১০০ জোড়া বিশেষ ট্রেন চালু করা হয়। এবার মূলত পরীক্ষার্থীদের কথা ভেবেই বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হচ্ছে।
এ বিষয়ে রেলবোর্ডের চেয়ারম্যান আরও জানিয়েছেন, ‘৮০টি বিশেষ ট্রেন চালু হওয়ার ফলে দেশজুড়ে বিশেষ ট্রেনের সংখ্যা বেড়ে হবে ২৩০টি। পরীক্ষার মরসুমে রাজ্য সরকারগুলির অনুরোধে বিশেষ ট্রেনগুলি চালানো হবে। রেলবোর্ড এই ট্রেনগুলির উপর নজর রাখবে। যখনই ট্রেনের চাহিদা বেড়ে যাবে বা ওয়েটিং লিস্ট দীর্ঘ হবে, তখন চাহিদা মেটানোর জন্য অন্য ট্রেন দেওয়া হবে।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement