এক্সপ্লোর
ভিডিওতে দেখুন, রাজস্থানে ঘুষ নিতে গিয়ে ক্যামেরায় ধরা পড়লেন মহিলা কনস্টেবল ও সাব-ইন্সপেক্টর
ঘুষ নিয়ে ধরা পড়ার পর তাঁদের দায়িত্ব থেকে সরিয়ে কম গুরুত্বপূর্ণ পদে বদলি করে দেওয়া হয়েছে।

জয়পুর: রাজস্থানে পুলিশের দুর্নীতি প্রকাশ্যে চলে এল। প্রকাশ্যে ঘুষ নিতে গিয়ে ক্যামেরায় ধরা পড়ে গেলেন এক মহিলা কনস্টেবল ও এক সাব-ইন্সপেক্টর। তাঁরা দু’জনই লুনি থানায় কর্মরত ছিলেন। ঘুষ নিয়ে ধরা পড়ার পর তাঁদের দায়িত্ব থেকে সরিয়ে কম গুরুত্বপূর্ণ পদে বদলি করে দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে খবর, একটি গাড়ির সামনের আসনে বসে থাকা যাত্রী ও চালক সিট বেল্ট বাঁধেননি। সেটা দেখতে পেয়ে গাড়িটিকে থামান ওই কনস্টেবল ও সাব-ইন্সপেক্টর। তাঁরা গাড়িটির চালককে জরিমানা দিতে বলেন। কিন্তু শেষপর্যন্ত ৫০০ টাকা নিয়েই গাড়িটি ছেড়ে দেন ওই দুই পুলিশকর্মী। তাঁরা গাড়িটির চালককে বলেন, পরবর্তী টোল ট্যাক্সে আর কোনও পুলিশকর্মী ধরবেন না। সবাই সিট বেল্ট বেঁধে নিলেই চলবে। খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















