Live Updates: সিএএ-এনআরসি: ১০ দিনে হাজারের বেশি সভা-সমাবেশ, ২৫০র বেশি জায়গায় সাংবাদিক বৈঠক, পাল্টা প্রচারে নামছে বিজেপি, কাল রামলীলায় ভাষণ প্রধানমন্ত্রীর

Background
জয়পুর: এবার বেশ কয়েকটি রাজ্যের পর রাজস্থানের কংগ্রেস সরকারও সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) তাদের রাজ্যে চালু করবে না বলে জানাল। রাজ্যের পরিষদীয় বিষয়কমন্ত্রী শান্তি ধারিওয়াল শনিবার সাংবাদিকদের বলেন, রাজ্যে আমরা এই আইন কার্যকর করছি না। এই আইন ধর্মনিরপেক্ষতার ওপর ‘আঘাত’ বলেও দাবি করেন তিনি। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত আগেই সিএএ ও জাতীয় নাগরিকপঞ্জী (এনআরসি) দেশে কার্যকর হওয়া ‘উচিত নয়’, এমন অভিমত জানিয়েছেন।
দেশব্যাপী এই দুই আইনের বিরুদ্ধে প্রতিবাদ, বিক্ষোভের মধ্যেই সিএএ, এনআরসির বিরুদ্ধে কার্যত জেহাদ ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ন্যাশনাল পপুলেশন রেজিস্টার (এনপিআর) প্রক্রিয়াও স্থগিত ঘোষণা করেছেন তিনি। তাঁর সুরে কেরলের বাম সরকারের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও জানিয়েছেন, তাঁর রাজ্যে এনপিআর হবে না।






















