মহিলা সাংবাদিকের তোলা যৌন হয়রানির অভিযোগ, ক্ষমা চাইলেন অভিনেতা-পরিচালক রজত কপূর
মুম্বই: মহিলা সাংবাদিকের আনা ‘অশালীন’ মন্তব্য ও অপেশাদার আচরণের অভিযোগের প্রেক্ষিতে ক্ষমা প্রার্থনা করলেন অভিনেতা-পরিচালক রজত কপূর। জানালেন, সারা জীবন তিনি ‘ভাল মানুষ’ থাকার চেষ্টা করেছেন।
সম্প্রতি, নিজের #MeToo অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে এক মহিলা সাংবাদিক সোশ্যাল মিডিয়ায় খোলসা করেন, ২০০৭ সালে সাক্ষাৎকার দেওয়ার সময় কীভাবে রজত তাঁকে অপ্রস্তুত পরিস্থিতিতে পরেছিলেন, তা বিস্তারিতভাবে জানান। এরপরই রবিবার, ক্ষমা চেয়ে নেন রজত। টুইটারে তিনি লেখেন, যদি কখনও আমার পদস্খলন হয়ে থেকে থাকে, এবং আমার কাজ বা কথা কাউকে আঘাত করে বা কষ্ট দিয়ে থাকে, তাহলে আমি গভীরভাবে ক্ষমাপ্রার্থী। একইসঙ্গে আমি দুঃখিত যে আমি আরেকজন মানুষকে কষ্ট দিয়েছি। সারা জীবন আমি ভাল মানুষ থাকার চেষ্টা করেছি। এখন আরও বেশি করে সেই চেষ্টা করতে হবে।
I am sorry from the bottom of my heart- and sad that I was the cause of this hurt to another human being. If there is one thing more important to me than even my work, it is to be a good human being. And I have tried to be that person. And now, I will try harder.
— Rajat Kapoor (@mrrajatkapoor) October 7, 2018
কয়েকদিন আগে, অভিযোগকারিণী সাংবাদিক তাঁর এক বন্ধু সাংবাদিকের কাছে এই অভিজ্ঞতার কথা জানান। সেই বন্ধু সাংবাদিক ওই কথোপকথনের স্ক্রিনশট সোশ্যাল সাইটে পোস্ট করলে, এই ঘটনার কথা প্রকাশ্যে আসে। অভিযোগকারিণী সাংবাদিক পরে জানিয়েছেন, ওই সাক্ষাৎকার দেওয়ার সময় রজত তাঁর সঙ্গে একাধিকবার অশালীন আচরণ করেন। তিনি যেনতেন প্রকারে ওই সাক্ষাৎকার-পর্ব শেষ করে বেরিয়ে আসেন। মহিলা সাংবাদিক জানান, তাঁর কর্মস্থলের সম্পাদকের কাছে গোটা ঘটনার কথা জানালে তিনি ওই সাক্ষাৎকার ফেলে দিতে বলেন। কিন্তু, অভিযোগকারিণী পেশাদার মনোভাব নিয়ে সেই সাক্ষাৎকার প্রকাশ করেন। ওই সাংবাদিক জানান, এখন তাঁর মনে হচ্ছে, যে ঘটনার কথা তখনই প্রকাশ করা উচিত ছিল। তা না করে হয়ত তিনি রজত কপূরকে পরোক্ষে সাহস জুগিয়েছেন।All my life I have tried to be a decent man, to do the right thing. If however, I have slipped and through my actions or words caused pain or hurt or trauma to absolutely anybody, please accept my apology.
— Rajat Kapoor (@mrrajatkapoor) October 7, 2018