এক্সপ্লোর
দেখুন! মেয়ে সৌন্দর্যের বিয়ের অনুষ্ঠানে রজনীকান্তের নাচ

মুম্বই: আজ দক্ষিণী সুপারস্টা রজনীকান্তের ছোট মেয়ে সৌন্দর্যের বিয়ে। এটি সৌন্দর্যের দ্বিতীয় বিয়ে, তিনি বিয়ে করছেন অভিনেতা বিশ্বান বঙ্গামুড়িকে। তবে বিয়ের আগেই উৎসব শুরু হতে তো অসুবিধে নেই। শনিবার সন্ধেয় সে প্রি-ওয়েডিং সেলিব্রেশনে দেখা গেল থালাইভার নাচ। এর আগে সৌন্দর্য বিয়ে করেন ব্যবসায়ী অশ্বিনী রাজকুমারকে। একটি ছেলে রয়েছে তাঁর নাম বেদ, বয়স ৪ বছর। কিন্তু সেই বিয়ে টেকেনি, ২০১৭য় ডিভোর্স হয়ে যায়। আর আজ সৌন্দর্য তাঁর দ্বিতীয় বিয়ে করছেন।
திருமண வாழ்த்துக்கள் pic.twitter.com/nuY9Nr3ASQ
— A.R.Rahman (@arrahman) February 9, 2019
এই বিয়ে সংক্রান্ত বেশ কিছু ছবি ও ভিডিও সামনে এসেছে। একটিতে দেখা যাচ্ছে পুরো পরিবারের সঙ্গে নিজের বিখ্যাত ছবির গানে নাচ করছেন রজনী। তাঁর ব্লকবাস্টার ছবি মুথু-র ওরুভান ওরুভান মুধালাই-এর গানে নাচ করতে দেখা গেল তাঁকে।
রজনীর একটি ছবিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, নাতি নাতনিদের সঙ্গে খেলা করছেন তিনি। ছবিতে রয়েছে বড় মেয়ে ঐশ্বর্যা ও জামাই ধনুষের দুই ছেলেমেয়ে যাত্রা, লিঙ্গ ও সৌন্দর্যের ছেলে বেদ। தனது பேரக்குழந்தைகளுடன் @rajinikanth #Rajinikanth @RIAZtheboss @dhanushkraja pic.twitter.com/NoVetRVAfD
— meenakshisundaram (@meenadmr) February 10, 2019
দেখুন হবু স্বামীর সঙ্গে সৌন্দর্যের ছবি
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















