এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
অযোধ্যায় ৪ মাসের মধ্যে রাম মন্দির তৈরির কাজ শুরু হবে, ঝাড়খণ্ডের জনসভায় ঘোষণা অমিত শাহের
এ বছরের ৯ নভেম্বর অযোধ্যায় রাম মন্দির তৈরির পক্ষে রায় দেয় সুপ্রিম কোর্ট।
রাঁচি: আগামী চার মাসের মধ্যেই অযোধ্যায় বিশাল রাম মন্দির তৈরির কাজ শুরু হবে বলে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঝাড়খণ্ডের পাকুড়ে একটি জনসভায় তিনি বলেছেন, ‘সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। এবার চার মাসের মধ্যে অযোধ্যায় আকাশছোঁয়া রাম মন্দির তৈরি হবে।’
এ বছরের ৯ নভেম্বর অযোধ্যায় রাম মন্দির তৈরির পক্ষে রায় দেয় সুপ্রিম কোর্ট। বিতর্কিত জমিতে মন্দির তৈরির জন্য কেন্দ্রীয় সরকারকে তিন মাসের মধ্যে একটি ট্রাস্ট তৈরি করার নির্দেশ দেয় আদালত। এই রায়ের দু’দিন পরে স্বরাষ্ট্রমন্ত্রক জানায়, মন্দির তৈরির কাজ রক্ষণাবেক্ষণের জন্য ট্রাস্ট গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। আজ স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়ে দিলেন, শীঘ্রই অযোধ্যায় রাম মন্দির তৈরির কাজ শুরু হবে।
আজ ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনে চতুর্থ দফার ভোটগ্রহণ চলছে। এরই মধ্যে প্রচারে গিয়ে কংগ্রেস ও ঝাড়খণ্ড মুক্তি মোর্চাকে আক্রমণ করেছেন অমিত শাহ। তিনি বলেছেন, ‘রাহুল বাবা ও হেমন্ত সোরেনজি, আপনারা কেন ঝাড়খণ্ডে কাশ্মীরের বিষয়ে কথা বলছেন? আমি আপনাদের প্রশ্ন করতে চাই, আপনারা কি কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে দেখতে চান না? ৩৭০ ধারার অবলুপ্তির পর কাশ্মীর বরাবরের জন্য ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে গিয়েছে।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement