এক্সপ্লোর
Advertisement
অমৃতসরে ট্রেনের ধাক্কায় মৃত্যু রাবণের চরিত্রে অভিনয় করা অভিনেতারও, ছিন্নভিন্ন দেহ, বাক্যহারা পরিবার
অমৃতসর: শুক্রবার রাতে অমৃতসরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫৯। আহত বহু। থমথমে গোটা এলাকা। অন্তত ৩৭টি ট্রেন বাতিল করা হয়েছে। ঘুরপথে চালানো হচ্ছে অনেক ট্রেন। শোকদিবস পালন করা হচ্ছে পঞ্জাবে। অমৃতসরে বন্ধ দোকান-পাটও।
ভয়াবহ এই দুর্ঘটনা প্রাণ কেড়ে নিয়েছে রামলীলায় রাবণের চরিত্রে অভিনয় করা অভিনেতা দলবীর সিংহেরও। ঘরে রয়েছে তাঁর আট মাসের সন্তান। সন্তান কোলে স্বামীকে হারিয়ে স্তম্ভিত স্ত্রী। পুত্রকে হারিয়ে বাক্যহারা মা। নিজের ছেলের বউয়ের জন্যে একটি চাকরির আর্জি জানিয়েছেন তিনি। দলবীরের মা জানিয়েছেন, প্রতিবছরই দশেরাতে রামলীলায় তাঁর ছেলে অংশ নিতেন। এই বছরই প্রথম দলবীর রাবণ সাজেন। অন্যান্য বছর তাঁকে হনুমান, রামচন্দ্র, লক্ষ্মণের চরিত্রে দেখা গিয়েছে। ছেলের মৃত্যুর বিচার চেয়েছেন সদ্য সন্তানহারা মা। তাঁর দাবি, ভোটের আগে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তাঁদের কাছে আসেন সাহায্য চাইতে। এবার তিনি তাঁদের কাছে সাহায্য চাইছেন, বিচার দাবি করেছেন ছেলের অকালমৃত্যুর জন্যে। আট মাসের শিশু আজ পিতৃহারা হয়েছে। দলবীরের স্ত্রীকে অবিলম্বে যেন চাকরি দেওয়া হয়, দাবি সন্তানহারা মায়ের। দলবীরের ভাই বলবীর জানিয়েছেন, দাদা অন্যদের সাহায্য করতে গিয়ে মারা গিয়েছেন। দশেরা পালন করে রাবণের চরিত্রে অভিনয়ের জন্যে ট্রফি নিতে গিয়েছিলেন (অভিনেতা) রাবণ। সেসময়ই দলবীর দেখতে পান দ্রুত গতিতে ছুটে আসছে ট্রেন। সাত-আটজনকে তিনি রেললাইনের ওপর থেকে সরান। দুর্ঘটনাবশত ওই সময়ই তাঁর পা আটকে যায় রেললাইনে। দলবীরের পরিবারের তিনিই ছিলেন একমাত্র রোজগেরে সদস্য। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৫৯ জনের মৃত্যু হয়েছে। প্রশ্নের মুখে লাইনম্যানের ভূমিকা। প্রশ্ন উঠে গিয়েছে ট্রেনের চালক, স্থানীয় প্রশাসন এবং রেলকর্মীদের ভূমিকা নিয়েও।#Amritsar: Dalbir Singh (pic 1), who played the role of Ravan in a Ramlila in the city during Dussehra celebrations, died in #AmritsarTrainAccident, yesterday. His mother (pic 3) says, "I appeal to the govt to provide a job to my daughter-in law. She also has a 8-month old baby." pic.twitter.com/MFDHVhwf4G
— ANI (@ANI) October 20, 2018
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement