এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
নেপালে উদ্ধার বিরল সোনালী রঙের কচ্ছপ, ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
কচ্ছপ, তাও আবার সোনালি রঙের! এমনই বিরল কচ্ছপের দেখা নেপালের। ধনূষা জেলার ধনূষধাম শহর এলাকায় উদ্ধার এই কচ্ছপ তার দুর্লভ রঙের কারণে সবার নজর কেড়ে নিয়েছে। কচ্ছপ বিশেষজ্ঞদের মতে জেনেটিক মিউটেশনের কারণেই এই কচ্ছপ এমন হলুদ বর্ণ ধারণ করেছে।
কাঠমান্ডু: কচ্ছপ, তাও আবার সোনালি রঙের! এমনই বিরল কচ্ছপের দেখা নেপালের। ধনূষা জেলার ধনূষধাম শহর এলাকায় উদ্ধার এই কচ্ছপ তার দুর্লভ রঙের কারণে সবার নজর কেড়ে নিয়েছে। কচ্ছপ বিশেষজ্ঞদের মতে জেনেটিক মিউটেশনের কারণেই এই কচ্ছপ এমন হলুদ বর্ণ ধারণ করেছে। যে পরিস্থিতির জন্য কচ্ছপের রং এমন হয়েছে তা হল ক্রোম্যাটিক লিউসিজম।
মিথিলা ওয়াইল্ডলাইফ ট্রাস্ট জানিয়েছে, এই বিরল সোনালি রঙের কচ্ছপের হদিশ পেয়েছেন ধনূষধাম সংরক্ষিত অরণ্যের আধিকারিক চন্দ্রদীপ সাদা। নেপালে এই প্রথম এ ধরনের সোনালি কচ্ছপের সন্ধান মিলল। আর এরপরই সোশ্যাল মিডিয়ায় বিরল এই কচ্ছপের ছবি ভাইরাল হয়ে গিয়েছে। কেউ কেউ আবার ভগবান বিষ্ণুর অবতারও মনে করছেন কচ্ছপটিকে।
Photo Credit- researchgate.net
এর আগে ওড়িশার বালেশ্বর জেলায় এক দুর্লভ প্রজাতির কচ্ছপের দেখা মিলেছিল। স্থানীয়রা সুরক্ষিত অবস্থায় উদ্ধার করে সেটিকে বন বিভাগের হাতে তুলে দিয়েছিলেন। ওই কচ্ছপটি পাওয়া গিয়েছিল সাজনপুর গ্রামের বাসুদেব মহাপাত্র নামে এক কৃষকের জমিতে। কচ্ছপটি ধরে তিনি বাড়িতে নিয়ে যান। পরে বন বিভাগের আধিকারিকদের হাতে তা তুলে দেন।
বালেশ্বরের পদস্থ আইএফএস তথা চিল্কা ডেভেলাপমেন্ট কর্তৃপক্ষের প্রধান কার্যনির্বাহী আধিকারিক সুশান্ত নন্দা তাঁর ট্যুইটার হ্যান্ডেলে কচ্ছপের ভিডিও শেয়ার করেছিলেন। তিনি জানিয়েছিলেন যে, হলুদ রঙের কচ্ছপ বালেশ্বরে পাওয়া গিয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement