এক্সপ্লোর
লকডাউনে অনটন! রিজেন্ট পার্কে 'বিষ খেয়ে' মৃত্যু মা ও ভাইয়ের, সুস্থ হয়ে বাড়ি ফিরলেন বড় ছেলে
প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদের পর পুলিশের অনুমান লকডাউনের সময় চরম আর্থিক অনটনে ভুগছিল ওই পরিবার। দেওয়ালে পিঠ ঠেকে গিয়েইই মা ও ২ ছেলে আত্মহত্যার চেষ্টা করেন বলে অনুমান।

কলকাতা: রিজেন্ট পার্ক এলাকায় 'অনটনের জেরে' আত্মহননের চেষ্টায় বিষ খেয়েছিলেন মা ও দুই ছেলে। হাসপাতালে চিকিৎসায় এক ছেলে সুস্থ হয়ে বাড়ি ফিরলেও, ফেরা হল না মা ও আরেক ভাইয়ের। মঙ্গলবার দুজনেরই মৃত্যু হয়।
শুক্রবার দক্ষিণ কলকাতার রিজেন্ট পার্ক থানার সোনালি পার্কে আত্মহত্যার চেষ্টা করেন মা ও দুই ছেলে। ৩ জনকেই তখন ভর্তি করা হয় বাঘাযতীন হাসপাতালে। মঙ্গলবার হাসপাতালেই মৃত্যু হয় মা ও ছোট ছেলের। তবে সুস্থ হয়ে ওঠায় হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় বড় ছেলেকে।
প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদের পর পুলিশের অনুমান লকডাউনের সময় চরম আর্থিক অনটনে ভুগছিল ওই পরিবার। দেওয়ালে পিঠ ঠেকে গিয়েইই মা ও ২ ছেলে আত্মহত্যার চেষ্টা করেন বলে অনুমান।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
ক্রিকেট























