এক্সপ্লোর
Advertisement
করোনা আক্রান্তদের উদ্ধারে যাওয়া কর্মীদের একঘরে করেছে সাধারণ মানুষ, বিবৃতিতে অভিযোগ করল এয়ার ইন্ডিয়া
এয়ার ইন্ডিয়া বলেছে, বিভিন্ন নাগরিক সংগঠন সংশ্লিষ্ট এলাকার এয়ার ইন্ডিয়া কর্মীদের একঘরে করেছে। তাঁদের সাধারণ কাজকর্ম পালনেও বাধা দেওয়া হচ্ছে, এমনকী ডাকা হচ্ছে পুলিশ।
নয়াদিল্লি: করোনাভাইরাসের জেরে বিভিন্ন দেশে আটকে পড়া অনাবাসী ভারতীয়দের দেশে ফিরিয়ে এনেছে এয়ার ইন্ডিয়া। কিন্তু করোনাতঙ্কে কেন্দ্র চালিত এই বিমান সংস্থার কর্মীদের বয়কট করেছেন সাধারণ মানুষ। এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া এই অভিযোগ করেছে।
এয়ার ইন্ডিয়া বলেছে, বিভিন্ন নাগরিক সংগঠন সংশ্লিষ্ট এলাকার এয়ার ইন্ডিয়া কর্মীদের একঘরে করেছে। তাঁদের সাধারণ কাজকর্ম পালনেও বাধা দেওয়া হচ্ছে, এমনকী ডাকা হচ্ছে পুলিশ। তাঁদের একটাই ‘অপরাধ’, তাঁরা নিজেদের দায়িত্ব পালন করেছেন। এই সংগঠনগুলি ভুলে যাচ্ছে, অনেকেই স্বামী, স্ত্রী, সন্তান ও বাবা মা, প্রিয়জনকে নিরাপদে দেশে ফিরিয়ে এনেছেন এই কর্মীরা।
এই পরিস্থিতিতে সকলের কাছে, বিশেষ করে আইনরক্ষক সংস্থাগুলিকে অনুরোধ, আমাদের কর্মীদের সঙ্গে সদ্ব্যবহার করা হোক, তাঁদের প্রাপ্য সম্মান ও স্বাধীন জীবনচর্যার সুযোগ দেওয়া হোক। মনে রাখা হোক, ভারতীয় নাগরিকদের দেশে ফেরাতেই তাঁরা প্রাণের ঝুঁকি নিয়ে করোনা আক্রান্ত দেশগুলিতে গিয়েছিলেন। বলেছে এয়ার ইন্ডিয়া।
#FlyAI : We would like to appeal to all,particularly the law enforcement agencies,to ensure that AirIndia crew are treated with respect and freedom that every citizen deserves, especially those who have been discharging their duties in selfless manner for return of fellow Indians pic.twitter.com/Uthlk57jG3
— Air India (@airindiain) March 22, 2020
এয়ার ইন্ডিয়া আরও জানিয়েছে, কর্মীদের ঠিকমতো নিরাপত্তা দিতে গাইডলাইন অনুযায়ী তাঁদের জন্য হাজমত স্যুটের ব্যবস্থা করা হয়, যথেষ্ট সংখ্যায় হ্যান্ড স্যানিটাইজারের বোতল, মাস্ক, গ্লাভস ও অন্যান্য জিনিসপত্র ছিল। অতএব যাত্রী থেকে বিমান কর্মী- কাউকে নিয়েই আশঙ্কার কোনও কারণ নেই।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement