এক্সপ্লোর
Advertisement
হরিয়ানা গণধর্ষণ: ৩ মূল অভিযুক্ত এখনও অধরা, সরানো হল এসপি-কে, রাজ্য সরকারের আর্থিক সহায়তা প্রত্যাখ্যান
নয়াদিল্লি: হরিয়ানার রেওয়ারিতে সিবিএসই টপারকে গণধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হল। তাঁদের মধ্যে একজন চিকিৎসক এবং অপরজন যে ঘরে এই অপরাধ সংঘটিত হয়েছে বলে অভিযোগ, সেটির মালিক। তবে তিন মূল অভিযুক্ত এখনও পলাতক। তাদের খোঁজে হরিয়ানা, দিল্লি, রাজস্থান সহ বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে। এই তিন অভিযুক্তর সন্ধান দিতে পারলে এক লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টার। এরই মধ্যে রেওয়ারির পুলিশ সুপার রাজেশ দুগ্গলকে বদলি করা হয়েছে। ডিজিপি-কে তলব করেছেন খট্টার।
পুলিশ সূত্রে খবর, একটি টিউবওয়েলের ঘরে ওই ছাত্রীকে নিয়ে গিয়ে গণধর্ষণ করে অভিযুক্তরা। তাদের সেই ঘরের চাবি দেন দীনদয়াল নামে গ্রেফতার হওয়া ওই ব্যক্তি। অত্যাচারের ফলে ওই ছাত্রীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় অভিযুক্তরা এক চিকিৎসককে ডেকে আনে। তিনি ওই ছাত্রীর প্রাথমিক চিকিৎসা করেন। কিন্তু তিনি পুলিশকে এ বিষয়ে কিছু জানাননি। সেই কারণে তাঁকেও গ্রেফতার করা হয়েছে।
অন্যদিকে, আজ নির্যাতিতা ছাত্রীর পরিবার রাজ্য সরকারের দেওয়া দু’লক্ষ টাকা প্রত্যাখ্যান করেছে। ওই ছাত্রীর মা বলেছেন, ‘কোনও মেয়ের উপর হওয়া নৃশংস অত্যাচারের জন্য কি হরিয়ানা সরকার এই মূল্য নির্ধারণ করেছে? আমরা এই আর্থিক সাহায্য প্রত্যাখ্যান করেছি। আমরা মেয়ের জন্য বিচার চাই।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
Advertisement