এক্সপ্লোর
Advertisement
হিন্দু প্রধান শিক্ষকের বিরুদ্ধে ধর্মাবমাননার অভিযোগ, দাঙ্গায় অশান্ত পাকিস্তানের সিন্ধু
উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তানের মানবাধিকার কমিশন। তারা জানিয়েছে, পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক।
ইসলামাবাদ: পাকিস্তানের সিন্ধু প্রদেশের ঘোটকি এলাকায় একটি স্কুলের হিন্দু ধর্মাবলম্বী প্রধান শিক্ষকের বিরুদ্ধে ইসলাম ধর্মকে অবমাননার অভিযোগে দাঙ্গা শুরু হয়েছে। বেশ কয়েকটি ধর্মস্থানে ভাঙচুর চলেছে, সম্পত্তি নষ্ট করা হয়েছে বলে অভিযোগ। স্থানীয়দের যদিও দাবি, ওই প্রধান শিক্ষককে মিথ্যে অভিযোগে ফাঁসানো হয়েছে।
A Hindu principal of Sindh Public School has been booked under 295-C for alleged blasphemy on the complaint of a student's father in Ghotki. Riots broke out with the temple vandalised and nearby Hindu properties damaged. pic.twitter.com/YpieuBqCPs
— Naila Inayat नायला इनायत (@nailainayat) September 15, 2019
ওই স্কুলের নাম সিন্ধ পাবলিক স্কুল। পুলিশের দাবি, নিরাপত্তার কারণেই অভিযুক্ত প্রধান শিক্ষক নোতন মলকে নিজেদের হেফাজতে নিয়েছে তারা। জানা গিয়েছে, তাঁর এক ছাত্রের বাবা আবদুল আজিজ রাজপুতের অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আবদুলের দাবি, ওই শিক্ষক ইসলামের পয়গম্বরের নামে অপমানজনক মন্তব্য করেছেন। এই অভিযোগ সামনে আসতেই সিন্ধুতে দাঙ্গা শুরু হয়েছে। ঘোটকি জেলায় পথে নেমে চলছে বিক্ষোভ, ভাঙচুর। স্কুলটিতেও ভাঙচুর চলেছে। উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তানের মানবাধিকার কমিশন। তারা জানিয়েছে, পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক। ঘোটকি পুলিশ বলেছে, তারা পরিস্থিতি স্বাভাবিক করে আইনের শাসন জারি করার চেষ্টা করছে।
পাকিস্তান হিন্দু পরিষদের প্রধান ও ক্ষমতাসীন পাকিস্তান তেহরিক ই ইনসাফ নেতা রমেশ কুমার বাঙ্কবানি জানিয়েছেন, ওই প্রধান শিক্ষককে নিরাপত্তা দেওয়ার জন্য কোনও অজানা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। মিরপুর, মাথেলো, আদিলপুর সহ আশপাশের এলাকাতেও ছড়িয়ে পড়েছে অশান্তি। রাস্তাঘাট বন্ধ করে চলছে বিক্ষোভ, প্রধান শিক্ষককে গ্রেফতার করার দাবি উঠেছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
আন্তর্জাতিক
Advertisement