এক্সপ্লোর
Advertisement
'অনির্দিষ্টকালের জন্য রাস্তা দখল করে রাখা যায় না', শাহিনবাগের অবস্থান বেআইনি, রায় সুপ্রিম কোর্টের
সকলেরই বাক্ স্বাধীনতা ও শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার রয়েছে, কিন্তু বিরোধিতারও একটা সীমা থাকা উচিত---মন্তব্য সুপ্রিম কোর্টের
নয়াদিল্লি: শাহিনবাগের অবস্থান বেআইনি। রায় সুপ্রিম কোর্টের। সর্বোচ্চ আদালত জানিয়েছে, সকলেরই বাক্ স্বাধীনতা ও শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার রয়েছে। কিন্তু বিরোধিতারও একটা সীমা থাকা উচিত। এভাবে অনির্দিষ্টকালের জন্য রাস্তা দখল করে রাখা যায় না। এ ধরনের প্রতিবাদ গ্রহণযোগ্য নয়। প্রশাসন ব্যবস্থা নিতেই পারে। এর জন্য আদালতের নির্দেশ জরুরি নয়। ভবিষ্যতে এমন পরিস্থিতি তৈরি হবে না বলেই আশা। শাহিনবাগ মামলায় রায় সুপ্রিম কোর্টের।
নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে ডিসেম্বর থেকে অবস্থান আন্দোলন চলছিল শাহিনবাগে। তখন থেকেই বন্ধ হয়ে যায় শাহিনবাগ। দুমাস পর আন্দোলনকারীদের সঙ্গে সুপ্রিম কোর্ট-নিযুক্ত মধ্যস্থতাকারীদের চারদিন ধরে চলা আলোচনার পরিপ্রেক্ষিতেই সমাধানসূত্র মেলে।
শাহিনবাগে সু্প্রিম কোর্ট নিযুক্ত মধ্যস্থতাকারীরা আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, আপনাদের প্রতিবাদের অধিকার আছে, রাস্তা দিয়ে চলার অধিকার আছে অন্যদেরও। এরপর, শাহিনবাগের একাংশ খুলে দেওয়া হয়।
পরে, করোনাকালে লকডাউনে দ্বিতীয় দিনে ১০১ দিন পর শাহিনবাগে আন্দোলনকারীদের তুলে দেয় দিল্লি পুলিশ। লকডাউনের পরিস্থিতিতে জমায়েত বেআইনি বলে, আন্দোলনকারীদের সরে যেতে বলা হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement