Russia Ukraine War: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নিয়ে পুতিনের সঙ্গে কথা বলতে পারেন মোদি
Russia-Ukraine Conflict: আজ ইউক্রেনের সেনাবাহিনীকে অস্ত্র সমর্পণ করতে বলে সামরিক অভিযানের ঘোষণা করেন ভ্লাদিমির পুতিন। ইউক্রেন নিয়ে বিদেশি শক্তি নাক গলালে তার ফল ভুগতে হবে বলে হুঁশিয়ারিও দেন তিনি।
![Russia Ukraine War: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নিয়ে পুতিনের সঙ্গে কথা বলতে পারেন মোদি Russia Ukraine Crisis: PM Modi likely to speak to Putin tonight, know in details Russia Ukraine War: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নিয়ে পুতিনের সঙ্গে কথা বলতে পারেন মোদি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/24/0dc0eff0f9d46187e438f34d3f3662bf_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি (Russia-Ukraine Conflict) নিয়ে আজ রাতেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদামির পুতিনের (Russian President Vladimir Putin) সঙ্গে কথা বলতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। সূত্রের খবর এমনই।
এর আগে আজ ইউক্রেনের পক্ষ থেকে পুতিনের সঙ্গে মোদির আলোচনার অনুরোধ জানানো হয়। নয়াদিল্লিতে ইউক্রেনের রাষ্ট্রদূত ইগর পলিখা বলেন, ‘বিশ্বের খুব কম নেতার কথাই শোনেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁদেরই একজন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাই রাশিয়ার সঙ্গে নয়াদিল্লির ঘনিষ্ঠতাকে কাজে লাগিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা উচিত।’
ইউক্রেনের রাষ্ট্রদূত আরও বলেন, ‘এই পরিস্থিতিতে ভারতের অবস্থান নিয়ে ইউক্রেন সন্তুষ্ট। ভারতের সঙ্গে রাশিয়ার বিশেষ সম্পর্ক আছে। সেই কারণে যুদ্ধ থামাতে সক্রিয় ভূমিকা নিতে পারে ভারত।’
গতকাল রাশিয়ার ডেপুটি চিফ অফ মিশন রোমান বাবুস্কিন বলেন, ‘বিশ্বের শক্তিধর ও দায়িত্ববান দেশ হিসেবে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভারত স্বাধীন ও ভারসাম্যযুক্ত অবস্থান নিয়েছে।’
রাশিয়া ও ইউক্রেন, বিবাদমান দু’পক্ষই ভারতের ভূমিকা নিয়ে সন্তোষ প্রকাশ করায় এবং ইউক্রেন সরাসরি ভারতের প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করায় পুতিনের সঙ্গে মোদির আলোচনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলেই মনে করছে আন্তর্জাতিক মহল।
এদিকে, রাশিয়া-ইউক্রেন সংঘাতের মধ্যেই নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠকে যোগ দিলেন প্রধানমন্ত্রী। এই বৈঠকে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। এই বৈঠকে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে জানা গিয়েছে।
এই বৈঠকের পর অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এবং অর্থমন্ত্রকের আধিকারিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের কথা রয়েছে। এই বৈঠকে অর্থনীতির উপর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব নিয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে। শেয়ার বাজারে পতন এবং অশোধিত তেলের দাম বেড়ে যাওয়া নিয়েও এই বৈঠকে আলোচনা হতে পারে।
আজই অর্থমন্ত্রী জানিয়েছিলেন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নিয়ে তিনি অবশ্যই প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। সেই বৈঠকই হবে বলে জানা গিয়েছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)