রাজস্থান: 'সত্যকে পরাস্ত করা যায় না', উপ-মুখ্যমন্ত্রী, প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে অপসারিত হওয়ার পর প্রতিক্রিয়া সচিন পাইলটের
সুরজেওয়ালা বলেন, "বিজেপির ষড়যন্ত্রে সামিল হয়ে সরকার ফেলার চেষ্টা করছেন সচিন পায়লট।"
![রাজস্থান: 'সত্যকে পরাস্ত করা যায় না', উপ-মুখ্যমন্ত্রী, প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে অপসারিত হওয়ার পর প্রতিক্রিয়া সচিন পাইলটের Sachin Pilot removed from dy cm post and pcc chief Congress party Rajasthan রাজস্থান: 'সত্যকে পরাস্ত করা যায় না', উপ-মুখ্যমন্ত্রী, প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে অপসারিত হওয়ার পর প্রতিক্রিয়া সচিন পাইলটের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/03/12030102/sachin-pilot.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
জয়পুর: রাজস্থানে চলতি রাজনৈতিক সঙ্কটে বড় পদক্ষেপ নিল কংগ্রেস। উপ-মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হল সচিন পায়লটকে। একইসঙ্গে সরিয়ে দেওয়া হল রাজস্থানের প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকেও। দলের শীর্ষ নেতা রাহুল ও প্রিয়ঙ্কা গাঁধীর বারংবার অনুরোধ সত্ত্বেও দলের উচ্চ-পর্যায়ের পরিষদীয় বৈঠকে হাজির না হওয়ার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কংগ্রেস।
পাশাপাশি, সরানো হল সচিনের সঙ্গে ৩ মন্ত্রীকেও। পরিষদীয় দলের বৈঠকের পর মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেন, ‘সচিনের জন্য কংগ্রেসের সব দরজা খোলা ছিল। সনিয়া গাঁধীও যোগাযোগের চেষ্টা করেছেন। বিজেপির ষড়যন্ত্রে সামিল হয়েছেন সচিন। বিজেপির সঙ্গে সামিল হয়ে সরকার ফেলার চেষ্টা করছেন।
এই সিদ্ধান্তের পর সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানান সচিন। ট্যুইটারে লেখেন, ‘সত্যকে বিব্রত করা যায়, পরাস্ত করা যায় না। এদিকে, সচিন পায়লটের অপসারণের পর রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌতের। ১৬ জুলাই মন্ত্রিসভার রদবদল। শপথ নেবেন নতুন মন্ত্রীরা।
सत्य को परेशान किया जा सकता है पराजित नहीं।
— Sachin Pilot (@SachinPilot) July 14, 2020
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)