আত্মঘাতী শ্লীলতাহানিতে অভিযুক্ত সাই-এর কবাডি কোচ
![আত্মঘাতী শ্লীলতাহানিতে অভিযুক্ত সাই-এর কবাডি কোচ SAI Kabaddi coach accused of molesting girl, commits suicide আত্মঘাতী শ্লীলতাহানিতে অভিযুক্ত সাই-এর কবাডি কোচ](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/06/12160006/facebook-suicide.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
বেঙ্গালুরু: প্রশিক্ষণ কেন্দ্রে এক কিশোরীর শ্লীলতাহানি করার অভিযোগ ওঠার পর হোটেলের ঘরে আত্মঘাতী হলেন স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই)-এর সঙ্গে যুক্ত এক কবাডি কোচ। পুলিশ জানিয়েছে, বেঙ্গালুরু সাই-এর সঙ্গে যুক্ত সিনিয়র কবাডি কোচ রুদ্রাপ্পা ভি হোসামানির ঝুলন্ত দেহ গত সোমবার হরিহরের একটি হোটেলের ঘর থেকে উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ছিল। পুলিশের প্রাথমিক অনুমান, আত্মহত্যা করেছেন রুদ্রাপ্পা। হোটেলের তরফে জানানো হয়েছে, গত ১৩ তারিখ সেখানে ওঠেন রুদ্রাপ্পা। কিন্তু, দীর্ঘক্ষণ সাড়া না মেলায় কর্মীরা পুলিশে খবর দেন। এর আগে, গত ৯ তারিখ সাই-এর মহিলা ড্রেসিং রুমে ওই শ্লীলতাহানির ঘটনা ঘটেছিল বলে অভিযোগ। অভিযোগকারিণী তার পরিবারকে ওই ঘটনার কথা জানালে, তাঁরা সাই কর্তৃপক্ষকে গোটা বিষয়টি জানান। এরপরই, অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দেওয়া হয় এবং হোসামানিকে প্রাথমিকভাবে সাসপেন্ড করা হয় এবং কোচের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)