এক্সপ্লোর
Advertisement
কেন্দ্রকে নোটিস, জেনারেল ক্যাটাগরির গরিবদের চাকরি, শিক্ষায় ১০ শতাংশ সংরক্ষণের সিদ্ধান্ত খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট
নয়াদিল্লি: জেনারেল ক্যাটাগরির গরিবদের জন্য চাকরি, শিক্ষায় ১০ শতাংশ সংরক্ষণের সিদ্ধান্ত খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট। কেন্দ্রের সাম্প্রতিক সিদ্ধান্ত ঘিরে বিতর্ক হচ্ছে। সর্বোচ্চ আদালত অবশ্য সংরক্ষণের পদক্ষেপ কার্যকর করায় স্থগিতাদেশ দেয়নি।
প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ও বিচারপতি সঞ্জীব খন্নাকে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের বেঞ্চ কেন্দ্রীয় সরকারকে নোটিস দিয়েছে। সাধারণ শ্রেণির গরিবদের ১০ শতাংশ সংরক্ষণের পথ প্রশস্ত করতে সংবিধান (১০৩ সংশোধনী) আইন এসেছে। তার বৈধতা চ্যালেঞ্জ করে পেশ হয়েছে একাধিক পিটিশন। সে ব্যাপারে বেঞ্চের বক্তব্য, আমরা বিষয়টি খতিয়ে দেখছি। তাই নোটিস পাঠানো হয়েছে, যার জবাব ৪ সপ্তাহের মধ্যে পাঠাতে হবে।
কেন্দ্রের সিদ্ধান্তের বিরোধিতা করে পিটিশন দেওয়া সংগঠনগুলির মধ্যে আছে জনহিত অভিযান, ইউথ ফর ইক্যুয়ালিটি। ২০১৯-এর লোকসভা নির্বাচনের দিকে তাকিয়েই কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার সমাজের সাধারণ ক্যাটাগরির গরিবদের সংরক্ষণের সুবিধা দিতে সংবিধান সংশোধনী বিল এনেছে, যা সংসদের দুই কক্ষেই গৃহীত হয়েছে। বিলে সম্মতি দিয়ে সই করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও। বর্তমানে তফসিলি জাতি, উপজাতি ও অন্যান্য পিছিয়ে পড়া অংশের জন্য বরাদ্দ ৫০ শতাংশ সংরক্ষণের অতিরিক্ত এই কোটা চালু হচ্ছে।
কিন্তু ইউথ ফর ইক্যুয়ালিটি তাদের পিটিশনে সওয়াল করেছে, শুধু আর্থিক মানদন্ডের ভিত্তিতে সংরক্ষণ হতে পারে না। তাছাড়া আর্থিক ভিত্তিতে সংরক্ষণ শুধুমাত্র সমাজের সাধারণ শ্রেনির মধ্যে সীমাবদ্ধ রাখা যায় না। আবার সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সংরক্ষণের ৫০ শতাংশ ঊর্ধ্বসীমাও ছাড়িয়ে যাওয়া চলে না। বিলটি খারিজের দাবি করেছে তারা।
ব্যবসায়ী তেহসিন পুনাওয়ালাও একই দাবি করেছেন। তাঁরও যুক্তি, শুধুমাত্র আর্থিক মাপকাঠির ভিত্তিতে পিছিয়ে পড়াদের সংরক্ষণ দেওয়া যায় না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement